Advertisement
E-Paper

সন্তান ভোরে না উঠলে বকুনি দেন? নিয়ম শেখাতে গিয়ে কোন কোন কাজের বোঝা চাপিয়ে দেবেন না

নিয়মে আষ্টেপৃষ্ঠে বাঁধা নয়, বরং দায়িত্ববোধ শেখাতে হবে ধাপে ধাপে। সকাল থেকেই শৃঙ্খলার বাঁধনে বাঁধতে শুরু করলে সারাটা দিনই শিশুর মন তিক্ততায় ভরে থাকবে। তাই কী কী বলবেন ও শেখাবেন আর কী কী নয়, তা নিয়ে অভিভাবকদের জন্য রইল কিছু পরামর্শ।

Here\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s a more detailed look at what parents should avoid and what they should focus on

সকালে কোন কোন কাজের জন্য জোর করবেন না, বরং কী কী করলে সন্তানের মন ভাল থাকবে জেনে নিন। ছবি: ফ্রিপিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৮:২৫
Share
Save

ভোরে ঘুম থেকে না উঠলেই মায়ের বকুনি খেতে হত তিন্নিকে। পাশের বাড়ির মেয়েটি সকালে উঠে কী সুন্দর যোগব্যায়াম করে, সে উদাহরণও দেওয়া হত বারংবার। শেষে বকাবকি থেকে বাঁচতে, জোর করে ভোরে ওঠা শুরু হল ঠিকই, কিন্তু দিনভর ক্লান্তি, ঝিমুনিতে পড়াশোনার বারোটা বেজে যেত। তিন্নির মতো এমন অনেক ছেলেমেয়েই রয়েছে, যাদের দায়িত্ববোধ শেখাতে গিয়ে, অতিরিক্ত কড়া শাসনে রাখেন অভিভাবকেরা। সকালে ঘুম থেকে ওঠার পর পরই শুরু হয়ে যায়, ‘‘এটা করবি না’’ ‘‘সেটা করবি না’’। এতে সন্তান নিয়মনীতি কতটা শেখে জানা নেই, তবে আতঙ্ক চেপে বসে মনে, যা পরবর্তী সময়ে গিয়ে অবসাদের কারণও হয়ে ওঠে।

প্রযুক্তির সঙ্গে যুগেরও পরিবর্তন ঘটেছে। সেখানে বাবা-মাকেও এখন বুঝতে হবে, কতটা ছাড়তে বা ধরতে হবে সন্তানকে। পরিণত বা সদর্থক অভিভাবকত্বে প্রতিটি পদক্ষেপ হতে হবে যুক্তিনির্ভর ও বাস্তবধর্মী, এমনটাই জানালেন মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায়। জোর করে চাপিয়ে দেওয়া বা অযথা সন্তানের মনে অস্থিরতা তৈরি করা নয়, বরং সহজসরল ভাবে ছোট ছোট বিষয় তার মতো করেই বুঝিয়ে দেওয়া যায়। যেমন, সকালে উঠে সন্তান কী করবে আর কী নয়, তার তালিকা করুন ঠিকই, তবে জোর করে চাপিয়ে দেবেন না। তাকে বলুন, বাড়িতে যে নিয়মগুলো আপনারা মেনে চলেন, সেগুলি সে-ও মেনে চললে ভাল। কেন এই নিয়ম মেনে চলবে, তা ওর কাছে ব্যাখ্যা করুন। সেটাও আলোচনার মধ্য দিয়ে। অথরিটেটিভ পেরেন্টিং-এর শুরু হবে এখান থেকেই।

উদাহরণ দিয়ে বলা যাক, সকালে কোন কোন কাজ জোর করে না করানোই ভাল। এই বিষয়ে একমত মনোবিদও।

প্রথমত, রাতে শোয়ার ও সকালে নির্দিষ্ট সময়ে ওঠার রুটিন করে দিন। তবে জোর করবেন না যে ভোর ৫টায় উঠেই তাকে পড়তে বসতে হবে। সকলের শরীর সমান নয়। ধীরে ধীরে সকালে ওঠার অভ্যাস তৈরি করুন।

ঘুম ভাঙার পরেই পড়তে বসে যাওয়া বা ব্যায়াম শুরু করে দেওয়ার জন্য জোর করবেন না। বরং ঘুম থেকে তুলে ১০ মিনিটের জন্য মেডিটেশন অভ্যাস করান। এতে মন স্থির হবে। দেখবেন, তার পর নিজেই রোজের যাবতীয় কাজ গুছিয়ে করতে পারছে।

অনেক শিশুই সকালে উঠে ফোন চায়। তখন চিৎকার-চেঁচামেচি করে বাড়ি মাথায় না করে বরং বোঝান, অন্যান্য গ্যাজেটের মতো ফোনও খুব গুরুত্বপূর্ণ। টিভি বা ফ্রিজ নিয়ে যেমন সে খেলে না, তেমনই ফোনটাও খেলার বস্তু নয়। তার চেয়ে বরং কিছু প্রাণায়াম অভ্যাস করান। সঙ্গে আপনিও করুন। অথবা গান চালিয়ে দিয়ে যে কোনও রকম নাচ করতে বলুন। এতে শরীরচর্চাও হবে, আর শিশুও আনন্দ পাবে।

বকাবকিতে তিক্ততা বাড়ে, তাই সকালের যতই ব্যস্ততা থাক, সন্তানকে কাছে ডেকে বা জড়িয়ে ধরে তার সঙ্গে কথা বলা, সারা দিনের খুঁটিনাটি জানতে চাওয়া খুবই জরুরি। এতে তার মনেও ভরসার জায়গা তৈরি হবে। দিনের শুরু থেকেই তার মন ভাল থাকবে, যে কোনও কাজেই উৎসাহ পাবে।

পজ়িটিভ পেরেন্টিং খুবই জরুরি, এমনটাই মনে করছেন মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকার। তাঁর পরামর্শ, ছোট থেকে শিশু যেন অভিভাবকের থেকে ইতিবাচক মনোভাবের পরিচয় পায়। পরীক্ষায় খারাপ নম্বর পেয়েছে বলে, সকালে উঠেই বকতে শুরু করে দিলেন, অন্যের সঙ্গে তুলনা টানলেন, আজ স্কুলে গিয়ে আবার খারাপ নম্বর নিয়ে ফিরলে মারধর করবেন বলে ভয় দেখালেন, এতে সন্তানের সঙ্গে তিক্ততাই বাড়বে। তার চেয়ে সন্তান যে বিষয়গুলোতে ভাল, সে দিকে নজর দিন। কী ভাবে অন্য বিষয়ে আরও ভাল করতে পারবে, তা নিয়ে আলোচনা করুন, উৎসাহ দিন, তাতে আত্মবিশ্বাস আরও বাড়বে।

ঘুম থেকে উঠেই একগাল হাসি নিয়ে দিন শুরু করতে হবে, পরিপাটি জামাকাপড়, জুতো পরতেই হবে, এমন নিয়মের বোঝা চাপিয়ে দেবেন না। বরং শিশুকে ওর মতো করেই থাকতে দিন। ছোট থেকে বড়দের মতো আদবকায়দা শেখাতে গিয়ে ওর শৈশব নষ্ট করে দেবেন না।

Parenting Tips Mindful Parenting

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}