Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lifestyle News

শিশুকে বুদ্ধিদীপ্ত করে তুলতে বই পড়ে শোনান রোজ

গবেষকরা জানাচ্ছেন, শিশুদের বার বার কোনও কথা বলে যত বেশি শেখাতে পারবেন তার চেয়ে ওদের পড়ে শোনালে কগনিটিভ ডেভেলপমেন্ট অনেক উন্নত হয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ১৩:০১
Share: Save:

আপনি নিশ্চই চান আপনার সন্তান বুদ্ধিদীপ্ত হোক। পড়াশোনায় উন্নতি করার পাশাপাশি গড়ে উঠুক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, গভীর ভাবে ভাবার ক্ষমতা। তা হলে ওদের রোজ কিছুটা সময় দিন। প্রতি দিন ওদের বই পড়ে শোনান।

গবেষকরা জানাচ্ছেন, শিশুদের বার বার কোনও কথা বলে যত বেশি শেখাতে পারবেন তার চেয়ে ওদের পড়ে শোনালে কগনিটিভ ডেভেলপমেন্ট অনেক উন্নত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিলড্রেন’স হাসপাতাল মেডিক্যাল সেন্টারের শিশু চিকিত্সক জন হাটন বলেন, “সন্তানদের নিয়ে পড়তে বসুন। ওদের পড়ে শোনান, প্রশ্ন করুন, পাতা ওল্টাতে দিন, এ ভাবে ওদের সঙ্গে আরও বেশি যোগাযোগ গড়ে তুলুন।”

এই গবেষণার জন্য ৪ বছর বয়সী ২২ জন মেয়ের ফাংশনাল ম্যাগনেটিক রিসোসেন্স ইমেজিং করা হয়। ফলাফলে দেখা গিয়েছে, নিয়মিত মায়ের সঙ্গে বই পড়া তাদের মস্তিষ্কের গঠনে সাহায্য করেছ। যা পরবর্তী কালে তাদের স্কুলে গিয়ে যে কোনও বিষয় তাড়াতাড়ি শিখতে সাহায্য করবে।

আরও পড়ুন: খাবার কী ভাবে নিয়ন্ত্রণ করে আমাদের মুড?

হাটনের মতে, আমাদের এই গবেষণার ফল যেমন মা ও শিশুদের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করবে, তেমনই মোবাইল ফোন, ট্যাবের ক্ষতিকারক প্রভাব থেকেও তাদের দূরে রাখবে।

পিএলওএস ওয়ান জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

অন্য বিষয়গুলি:

Mental Health Cognitive Skill Reading
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE