‘এপ্রিল ফুলস ডে’র সূচনা কী ভাবে হল তা নিয়ে নানা মতবাদ রয়েছে। জানা যায়, এপ্রিল ফুল ডে-র জন্ম ১৫৮২ সালে। ১ এপ্রিল থেকেই ফ্রান্স জর্জিয়ান ক্যালেন্ডার বছর নির্ধারণ শুরু করে। এই নতুন ক্যালেন্ডার অনুযায়ী, ১ জানুয়ারি বছরের প্রথম দিন নির্ধারিত হয়। কিন্তু তার আগে পর্যন্ত ১ জানুয়ারির বদলে ২৫ মার্চকে বছরের প্রথম দিন হিসাবে ধরা হতো। এই ক্যালেন্ডার চালু হয় মার্চের শেষের দিকে। হিসাব অনুযায়ী ১ এপ্রিল থেকেই নতুন ক্যালেন্ডার চালু হয়। জর্জিয়ান ক্যালেন্ডার চালু হওয়ার পরও আগের নিয়ম মেনে চলতেন যাঁরা তাঁদের সে সময় ‘ফুলস’ অর্থাৎ বোকা বলা হতো। সেই থেকেই ‘এপ্রিল ফুলস ডে’-সূচনা বলে মনে করা হয়।