Advertisement
০৬ নভেম্বর ২০২৪

টান টান ভাব? শীতে ত্বকের যত্নে আলু, মাখন, কোকো

বেশ শীত শীত ভাব এখন। ফাট ঠোঁট, শুষ্ক ত্বক, রুক্ষ চুল, ফাটা গোড়ালি সবই জানান দিচ্ছে সে আসছে। মনে খুশি খুশি ভাব। আবার ফাটা গালের দিকে তাকালে একটু টেনশনও হচ্ছে। জেনে নিন শীত কালে শুষ্ক ত্বকের কিছু ঘরোয়া প্যাকের কথা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৫ ১৪:১৭
Share: Save:

বেশ শীত শীত ভাব এখন। ফাট ঠোঁট, শুষ্ক ত্বক, রুক্ষ চুল, ফাটা গোড়ালি সবই জানান দিচ্ছে সে আসছে। মনে খুশি খুশি ভাব। আবার ফাটা গালের দিকে তাকালে একটু টেনশনও হচ্ছে। জেনে নিন শীত কালে শুষ্ক ত্বকের কিছু ঘরোয়া প্যাকের কথা।

১। কলা ও মাখনের প্যাক- টাটকা পাকা কলা পেস্ট করে নিন। এর সঙ্গে মাখন মেশান। মাখনের বদলে স্কিমড মিল্ক ক্রিমও মেশাতে পারেন। এই প্যাক সারা মুখে লাগান। মাখন বা স্কিমড মিল্ক ত্বক ময়শ্চারাইজ করবে। কলা প্যাক হিসেবে কাজ করে।

২। মধু ও গোলাপ জল- এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। এই প্যাক গোটা মুখে ভাল করে লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু ন্যাচারাল ময়শ্চারাইজার ও গোলাপ জল ন্যাচারাল টোনারের কাজ করে।

৩। আলু ও দই- একটা আলু কুরিয়ে নিন। এক চামচ আলু কোরার সঙ্গে আধ চামচ দই মেশান। এটা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন। আলু রোদে পোড়া ভাব দূর করে।

৪। কোকো মাস্ক- যাদের মুখের টি-জোন অর্থাত্ কপাল থেকে নাকের অংশ বেশি শুষ্ক তাঁদের জন্য এই প্যাক আদর্শ। আধ টেবিল চামচ কোকো পাউডার, এক চামচ বেসন, এক টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ নারকেলের দুধ এক সঙ্গে মিশিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। মুখে, গলায় হাতে লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE