বন্ধুদের সঙ্গে রোদে ঘুরে আর মেকআপ করে এই কয়েক দিনেই মুখ বেহাল হয়ে গিয়েছে। এ দিকে আবহাওয়াতেও বেশ টান টান ভাব এসেছে। রোদে পুড়ে ট্যান হওয়ার পাশাপাশি ত্বক শুষ্ক হতে আরম্ভ করেছে। তাই মেকআপ করলেও ত্বকের অতিরিক্ত যত্ন নিতে হবে এই সময় থেকেই। ত্বকের চিকিৎসকেরা বলছেন, মুখের এই ধরনের সমস্যা রুখে দিতে পারে ভিটামিন সি সিরাম। বাজারে এই সিরাম নানা ওজনে বোতলবন্দি অবস্থায় কিনতে পাওয়াই যায়। কিন্তু তাতে মিশে থাকে নানা রাসায়নিক। তাই তা থেকে ত্বকের ক্ষতি হতে পারে। তবে সঠিক উপায় জানা থাকলে বাড়িতেও বানানো যায় ভিটামিন সি সিরাম।
আরও পড়ুন:
কী ভাবে তৈরি করবেন ভিটামিন সি সিরাম?
একটি কাচের বাটিতে ১ চা চামচ গোলাপ জলের সঙ্গে ১/৪ চামচ ভিটামিন সি পাউডার মেশান।
এর মধ্যে দিয়ে দিন ১ চা চামচ গ্লিসারিন। এ বার পুরো মিশ্রণটি ফ্রিজে রাখুন।
এ বার মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে তার মধ্যে অ্যালো ভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন।
যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা খুব অল্প পরিমাণে ভিটামিন সি পাউডার ব্যবহার করবেন।
মুখে ব্যবহার করার ২৪ ঘণ্টা আগে ত্বকের নির্দিষ্ট একটি অংশে প্যাচ টেস্ট করে দেখে নেবেন।