২০১৯ সালে বেশ ধুমধাম করেই সুস্মিতা সেনের ভাইকে বিয়ে করেন ছোট পর্দার অভিনেত্রী চারু অসোপা। বিয়েতে হাজির ছিলেন খোদ সুস্মিতা। নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন তাঁদের। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই রাজীব-চারুর কলহ চাউর হতে শুরু করে। এরই মধ্যে ২০২১ সালে মেয়ে জিয়ানার জন্ম। তার পরই যেন চরমে ওঠে তাঁদের সংঘাত। রাজীবের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন চারু। মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। পরে অবশ্য একবার দু’জনেই পরস্পরকে একটি সুযোগ দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু তেমন সুবিধা হয়নি।
আরও পড়ুন:
ছোট্ট কোলের মেয়েকে নিয়েই স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয় চারুকে। একাকী মা, মাথা গোঁজার জায়গা পাচ্ছিলেন না মুম্বইয়ে। এ বার টাকার প্রয়োজনে কোন কাজ করছেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর প্রাক্তন বৌদি।
এক সময় ছোট পর্দার অভিনেত্রী ছিলেন। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। সুস্মিতার ভাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর কোনও খোরপোশ নেননি বলেই শোনা যায়। একা মেয়ে নিয়ে সংসার চালাতে বিকল্প পেশায় চারু। তিনি ব্যবসা শুরু করেছেন। বাড়ি বসেই জামা কাপড় বিক্রি করেছেন অনলাইনে। ফেসবুকে লাইভ করে পোশাক বিক্রি করেছেন। চারুর এই নয়া উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
কেউ চারুর উদ্দেশে লেখেন, ‘‘সাহসী, সুন্দরী এবং স্বাধীন’’, একজন নেটাগরিক লিখেছেন, ‘‘তোমার সাহসকে অভিনন্দন’’। আর একজন লেখেন, ‘‘নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে এবং মর্যাদার নিয়ে বেঁচে থাকার জন্য তিনি যথেষ্ট সাহসী।’’ অন্যদিকে সুস্মিতার ভাই রাজীব বিভিন্ন সময় মা ও দিদির সঙ্গে ছবি ভাগ করেন সমাজমাধ্যমে। কখনও আবার বিদেশ ভ্রমণের ভিডিয়ো ভাগ করেন।