ঠোঁট যতই যত্ন নিয়ে ভাল রাখুন, লিপস্টিক লাগানোর পরে নায়িকাদের আবেদন আসে কি? ইদানীং ঠোঁটে হালকা রঙের লিপস্টিকই বেশি ব্যবহার করেন নায়িকারা। অথচ তার পরেও তাঁদের ঠোঁটে সামান্য ভিজে ভাব, ঠিক যতটা দরকার ততখানি জেল্লা এনে এক অদ্ভূত মায়াবি রং আনেন প্রসাধন শিল্পীরা। যা শুধু ঠেঁটে লিপস্টিক বুলিয়ে আনা সম্ভব নয়। নায়িকাদের মতো ঠোঁটে লাস্য আনতে মেকআপের ব্যাগে লিপস্টিক ছাড়াও রাখতে হবে পাঁচটি জিনিস।
১। লিপ বাম
যেকোনও জিনিস ভাল দেখায় ভিতর থেকে ভাল হলে। পেশাদার মেকআপের ক্ষেত্রে এ কথা খাটে না ঠিকই কিন্তু বাড়িতে সাধারণ মেকআপ করার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। মেক আপ করার আগে ত্বককে ভিতর থেকে আর্দ্র না করলে বাইরে থেকে দেখতে খারাপ লাগবে। তাই প্রথমেই ঠোঁটে ব্যবহার করুন ভাল মানের লিপ বাম। তাতে আপনার ঠোঁটের ত্বক মসৃণ দেখাবে দীর্ঘ ক্ষণ। ‘পাউট’-এ আনবে বাড়তি আকর্ষণ।
২। লিপ লাইনার
রাখুন একটি নিউট্রাল রঙের ভাল লিপ লাইনার, যাতে ময়াশ্চারাইজ়ারও থাকবে। প্রথমে ঠোঁটের লাইন এঁকে তার পরে লাইনের ভিতরের অংশও পূরণ করে দিন লাইনার দিয়ে।
৩। লিপ টিন্ট জেল
ঠোঁটের ত্বকের পিএইচ মাত্রা বজায় রাখার জন্য বাজারে কিনতে পাওয়া যায় লিপ টিন্ট জেলি। ঠোঁটে ভিজে ভাব আনতে এর জুরি মেলা ভার।
৪। লিপ অয়েল
ঠোঁটে জেল্লা আনতে চাইলে পছন্দের লিপস্টিক ব্যবহার করার পরে তার উপরে লাগিয়ে নিন লিপ অয়েল।
৫। লিপ প্লাম্প
স্ফুরিত অধর কত কাব্যই না লেখা হয়েছে। ঠোঁটে সেই স্ফুরন আনবে লিপ প্লাম্প। বাজারে নানা ব্র্যান্ডের লিপ প্লাম্প পাওয়া যায়। দেখে শুনে কিনে নিন।