Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Smoky Eye

হাতের কাছে শুধু কাজল আছে? কায়দাকানুন জানলে তা দিয়েই কিন্তু পেতে পারেন নজরকাড়া ‘স্মোকি আই’

রাতের পার্টি হোক বা দিনের অনুষ্ঠান, ফ্যাশনে স্মোকি আই বেশ ট্রেন্ডিং। হাতের কাছে আইশ্যাডো না থাকলে কী ভাবে স্মোকি আইয়ের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন?

কাজল দিয়েই পেতে পারেন ‘মায়াবী চোখ’। জেনে নিন কায়দাকানুন।

কাজল দিয়েই পেতে পারেন ‘মায়াবী চোখ’। জেনে নিন কায়দাকানুন। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৪:১৯
Share: Save:

রূপটান যতই সামান্য হোক না কেন, কাজলকালো চোখের জাদুতেই যে বাজিমাত করা যায়, এমন উদাহরণ কম নেই। সিনেমা হোক বা বাস্তব, হরিণীর মতো কাজল নয়নের আবেদনই আলাদা। আর সেই চোখকে গভীর, আবেদনময় করে তুলতে পারে কাজল, আইশ্যাডো, মাসকারার সঠিক ব্যবহার।

রাতের পার্টি হোক বা দিনের অনুষ্ঠান— ফ্যাশনে স্মোকি আই বেশ ট্রেন্ডিং। আইশ্যোডো, কাজলের সঠিক মিশ্রণে চোখজোড়া হয়ে ওঠে আরও সুন্দর। কিন্তু হাতের কাছে যদি আইশ্যাডো না থাকে, তা হলেও কি ‘স্মোকি আই’-এর সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়? গেলেও তা কী ভাবে?

১. যে কোনও রূপটানের আগেই কিছু প্রস্তুতি থাকে। চোখও তার ব্যতিক্রম নয়। প্রথমেই মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তার পর কালচে দাগছোপ ঢাকতে ব্যবহার করুন কনসিলার। পুরো মুখের পাশাপাশি চোখের চারপাশে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন।

২. চোখের উপরের পাতায় যে ভাবে আইলাইনার পরা হয়, সে ভাবে ঘন কাজল লাগিয়ে নিতে হবে পেনসিলের সাহায্যে। বেশ গাঢ় করে নিখুঁত ভাবে সেটি লাগাতে হবে।

৩. ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কাজলটি চোখের উপরের পাতার সঙ্গে মিলিয়ে নিন। আইশ্যাডো ছাড়া ‘স্মোকি আই’ করতে চাইলে এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজল চোখের পাতার উপরে ঘন থেকে ক্রমশ হালকা হয়ে মিলিয়ে যাবে।

৪. এ বার কাজল লাগান চোখের নীচের অংশে (ওয়াটার লাইনে)। তার পর ব্রাশ বা তুলির সাহায্যে নীচের অংশেও কাজল হালকা করে মিশিয়ে নিতে হবে। তবে চোখ যদি আরও সুন্দর, টানা টানা দেখাতে চান, তা হলে চোখের নীচে বাইরের কোনা থেকে উপরের পাতার কোনা পর্যন্ত জেল লাইনার বা কাজল পেনসিলের সাহায্যে ‘উইং’ বা ডানার মতো আকার দিতে পারেন।

৫. শেষ পর্যায়ে মাসকারার নিখুঁত টানে স্মোকি আই নিখুঁত হয়ে উঠবে। চোখের উপরের পল্লব এবং নীচের পল্লবে মাসকারা ব্যবহারে চোখ দেখাবে আরও সুন্দর।

অন্য বিষয়গুলি:

Eye Makeup Smoky Eye
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE