Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Aloe Vera to stop Hair Fall

শুধু তেল নয়, চুল পড়া রুখতে মাথায় অ্যালো ভেরাও মাখেন! কী ভাবে মাখতে হয় তা জানেন?

ত্বকের চিকিৎসকেরা বলছেন, স্পর্শকাতর বা অতিরিক্ত র‌্যাশ, ব্রণ হয়, এমন ত্বকেও চোখ বন্ধ করে অ্যালো ভেরা ব্যবহার করা যায়। কিন্তু গাছ থেকে পাতা কেটে সরাসরি তা মাথায় মাখা অনুচিত।

aloe vera to stop hair fall

কী ভাবে অ্যালো ভেরা মাখলে চুল পড়া বন্ধ হবে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৮:০১
Share: Save:

মাথায় অ্যালো ভেরা জেল মাখলে চুলের যাবতীয় সমস্যা মিটে যাবে— এমন বিশ্বাস থেকেই গাছের পাতা কেটে সরাসরি মাথার ত্বকে ঘষতে শুরু করেছেন। কিন্তু চুল পড়া বন্ধ হওয়া তো দূরের কথা, মাথায় অস্বস্তি বেড়ে গিয়েছে । অ্যালো ভেরা জেল মাখার পর থেকেই সারা ক্ষণ মাথা চুলকাচ্ছে। এমন হলে চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে কয়েক গুণ। তা হলে অ্যালো ভেরা জেল কি সব ধরনের ত্বকের জন্য নয়? ত্বকের চিকিৎসকেরা বলছেন, স্পর্শকাতর বা অতিরিক্ত র‌্যাশ, ব্রণ হয়, এমন ত্বকেও চোখ বন্ধ করে অ্যালো ভেরা ব্যবহার করা যায়। কিন্তু গাছ থেকে পাতা কেটে সরাসরি তা মাথায় মাখা অনুচিত। তা ছাড়া, পাতা থেকে শাঁস সংগ্রহ করারও বিশেষ কিছু পদ্ধতি রয়েছে।

অ্যালো ভেরায় কী এমন রয়েছে?

১) আ্যলো ভেরায় রয়েছে ভিটামিন এ, সি এবং ই। যা মাথার ত্বকে নতুন ফলিকল উৎপাদন করতে সাহায্য করে।

২) চুলের স্বাস্থ্য ভাল রাখে ফলিক অ্যাসিড। এই ভেষজের মধ্যে সেই খনিজ রয়েছে।

৩) মাথার ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে ‘প্রোটিয়োলাইটিক’ উৎসেচক। যেটি রয়েছে অ্যালো ভেরায়।

কী ভাবে মাখবেন অ্যালো ভেরা?

১) অ্যালো ভেরা গাছের পাতা কেটে বেশ কিছু ক্ষণ সেগুলি জলে ভিজিয়ে রাখুন।

২) এ বার সেই জল থেকে পাতা তুলে ভাল করে ধুয়ে পাতার মধ্যিখান থেকে শাঁস বার করে নিতে হবে।

৩) সেই শাঁস সরাসরি মাথার ত্বকে মেখে নিতে হবে। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন।

৪) আধ ঘণ্টা ওই ভাবে রেখে দিন। তার পর শ্যাম্পু করে ফেলুন।

৫) মাথার ত্বক অত্যন্ত শুষ্ক হলে অ্যালো ভেরার শাঁসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। অনেকে আবার অ্যালো ভেরার শাঁসের সঙ্গে এসেনশিয়াল অয়েলও মিশিয়ে নেন। সেই প্রক্রিয়াও চুলের জন্য ভাল।

অন্য বিষয়গুলি:

Aloe Vera hair fall Aloe Vera uses
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE