চোখ বুজে মুখের ত্বকে হাত বুলিয়ে দেখেছেন কখনও। মনে হয় কি অজস্র উঁচু নিচু অসমান তলের উপর দিয়ে হাত এগিয়ে যাচ্ছে। ত্বকে এমন অনেক ফুসকুড়ি বা র্যাশ বেরোয় যা সহজে চোখে ধরা পড়ে না। কিন্তু আলোর সামনে দাঁড়ালে বা স্পর্শ করলে বোঝা যায়। দূষণ, ত্বকের মৃতকোষ এবং আরও নানা কারণে ওই ধরনের অমসৃণ ভাব আসতে পারে। যা দূর করতে সাহায্য করতে পারে স্ক্রাবার। তেমনই তিন স্ক্রাবারের সন্ধান দিলেন রূপচর্চা শিল্পীরা যা মধু দিয়েই বানিয়ে নেওয়া যায়।

—ফাইল চিত্র।
১। সমপরিমাণ মধু এবং কফি নিন। এবার তার সঙ্গে মিশিয়ে নিন নারকেল তেল। যতটা মধু নিয়েছিলেন তার অর্ধের মাপের। অর্থাৎ ২ টেবিল চামচ মধু নিলে নারকেল তেল নিতে হবে এক টেবিল চামচ। ভাল করে মিশিয়ে নিন। তার পরে ত্বকে হালকা হাতে মাসাজ করে লাগান। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন আগের থেকে অনেক বেশি পেলব আর মসৃণ লাগছে ত্বক।

—ফাইল চিত্র।
২। ৩ টেবিল চামচ মধুর সঙ্গে অর্ধেক কলা চটকে মেখে নিন। তার মধ্যে মিশিয়ে নিন ২ টেবিল চামচ অপরিশোধিত চিনি বা ব্রাউন সুগার। ভাল করে মিশিয়ে নিন মাসাজ করে মুখে হাতে গলায় লাগিয়ে নিন। আধ ঘণ্টা মতো রেখে ভাল করে ঘষে ধুয়ে নিন।

—ফাইল চিত্র।
৩। মধু আর দুধ দিয়ে তৈরি এই স্ক্রাব ত্বককে নরমও করবে এবং রোদের পোড়া ভাবও কমাতে সাহায্য করবে। ৪ টেবিল চামচ মধুর সঙ্গে মেশান ২ টেবিল চামচ দুধ এবং ১ টেবিল চামচ চিনি। চামচে করে সামান্য ঘেঁটে নিয়ে মুখে গলায় লাগান। আঙুলে করে উপরের দিকে মাসাজ করে রেখে দিন ১৫-২০ মিনিট। তার পরে ধুয়ে নিন।