ধুলো, ধোঁয়া, দূষণ যে হারে বাড়ছে তাতে শুধু ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং যথেষ্ট নয়। দরকার হয় মাস্কেরও। এটি বিশেষ ভাবে মুখের যত্ন নিতে সাহায্য করে। ত্বকের ধরন এবং সমস্যা ভেদে বিভিন্ন ধরনের মাস্কও পাওয়া যায়। কোনওটি পাতলা, আবার কোনওটি হয় ঘন। এ ছাড়াও রয়েছে রকমারি শিট মাস্ক।
মাস্কে থাকা উপকরণ ত্বকের গভীরে গিয়ে মুখে আর্দ্রতা ফেরাতে, ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে। বলিরেখা কমাতেও এর ভূমিকা রয়েছে। তবে মাস্ক ব্যবহারের সময় সাধারণ কয়েকটি ভুল করে বসেন অনেকেই। আর তাতে লাভের বদলে ক্ষতির সম্ভবনাও উড়িয়ে দেওয়া যায় না।
১. জল দিয়ে মুখ ধুয়ে মাস্ক ব্যবহার করে ফেললেন! এটা কিন্তু সঠিক পন্থা নয়। যে হেতু মাস্কের উপাদন ত্বকের গভীরে পৌঁছয় তাই ত্বক পরিষ্কার থাকা জরুরি। মাস্ক ব্যবহারের আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। পাশাপাশি এক্সফোলিয়েশন করে ত্বকের মৃত কোষ, মুখে লেগে থাকা ময়লাও পরিষ্কার করে নিতে পারেন।
আরও পড়ুন:
২. খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার কথা মনে থাকলেও, ত্বকের যত্ন নেওয়ার সময় সে খেয়াল অনেকেরই থাকে না। ক্রিম মাখুন বা ময়েশ্চারাইজ়ার কিংবা মাস্ক— নোংরা হাতে সে কাজ কখনওই করা ঠিক নয়। আঙুলে থাকা ধুলো, জীবাণু মাস্ক মাখার সময় ত্বকের সংস্পর্শে আসবে। তা থেকে ত্বকের ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
৩. মাস্ক কি খুব মোটা করে ব্যবহার করেন? অনেকেরই ধারণা, বেশি করে মাখলেই বুঝি ত্বকের জেল্লা ফিরবে। কেউ কেউ মুখের উপর মাস্কের পুরু আস্তরণ তৈরি করেন। অনেক সময় অতিরিক্ত ঘনত্বের জন্য ত্বকের পক্ষে তা শোষণেও সমস্যা হতে পারে। মাস্ক শুকোতেও বাড়তি সময় লাগতে পারে। ত্বক নিয়ে যাঁর চর্চা করেন, তাঁরা বলছেন যতটা প্রয়োজন ততটুকুই দিতে হবে, বেশি মাখলে, বাড়তি লাভ হবে না।
৪. মাস্ক দীর্ঘ ক্ষণ মুখে রাখলেই ত্বকের জৌলুস ফিরবে, এমনটাও মনে করেন অনেকে। সারা রাত ত্বকে রাখা যায় এমন মাস্ক যেমন পাওয়া যায়, তেমনই ১৫-২০ মিনিট রাখলেই কাজ হয়, এমন জিনিসও মেলে। যে জিনিসটি ব্যবহার করছেন তার মোড়কেই নিয়মকানুন লেখা থাকে। সেই নির্দেশিকা অনুসরণ করা উচিত।
৫. শিট মাস্ক অনেকের মুখেই বড় হয়। দেখা যায় নাকে যে অংশটি থাকার কথা সেটি প্রায় ঠোঁটের কাছে নেমে আসছে। নাকে যদি ঠিক করে তা বসানো হয়, দেখা যাবে ফাঁকা থেকে যাচ্ছে ঠোঁটের উপরের অংশ। এটিও কিন্তু খানিক কেটেছেঁটে নেওয়ার দরকার হয়। কাঁচি দিয়ে মাস্কের বিভিন্ন অংশ প্রয়োজনমতো কেটে নিন। যে হেতু এতে তরল থাকে, তাই কাটা অংশটি মুখের যে কোনও জায়গায় উপর নীচ করে বসিয়ে দেওয়া যায়।
সবচেয়ে জরুরি হল, যে কোনও মাস্ক যে কোনও ত্বকের উপযোগী নয়। ধরন বুঝে মাস্ক ব্যবহার না করলে হিতে বিপরীত হতে পারে।