All-time best specifications of Samsung included Galaxy S8 and S8 plus dgtl
Samsung Galaxy S8
ইনফিনিটি ডিসপ্লে, স্পিড আর কড়া নিরাপত্তা নিয়ে বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এস ৮ এবং ৮ প্লাস
স্মার্টফোনের নতুন যুগের সূচনা হতে চলেছে গ্যালাক্সি এস ৮ এবং গ্যালাক্সি এস ৮ প্লাসের হাত ধরে, বুধবার নিউইয়র্কের একটি অনুষ্ঠানে এই বার্তা দিয়েই তাদের নতুন গ্যালাক্সি মডেল প্রকাশ করল স্যামসাং। বেশ কিছু নতুন ফিচার নিয়েই বাজারে এল গ্যালাক্সির সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি এস ৮ এবং এস ৮ প্লাস।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১৬:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
এই স্মার্টফোনটি আপনার চোখ টানবে তার অসাধারণ ডিসপ্লের জন্য। একে ইনফিনিটি ডিসপ্লে নাম দিয়েছেন তাঁরা। অর্থাত্ ডিসপ্লের কোনও সীমা নেই। যতটা সম্ভব জায়গা জুড়ে ডিসপ্লে রাখা হয়েছে স্মার্টফোনটির। এস ৮-র ৫.৮ ইঞ্চি এবং এস ৮ প্লাস-র ৬.২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
০২১৬
স্মার্টফোনটির ডিসপ্লেতে যে ভাবে বিভিন্ন আইকনের নেভিগেশন করা হয়েছে, এটি নাকি ‘স্টাইল অব ফিউচার’ বলে দাবি করছে স্যামসাং।
০৩১৬
বেশির ভাগ স্মার্টফোনে বেশি আলোয় ভাল ছবি ওঠে। এই স্মার্টফোনের ক্যামারা দিয়ে কিন্তু ২৪ ঘণ্টাই দুর্দান্ত কোয়ালিটির ছবি তুলতে পারবেন ।
০৪১৬
৮ মেগা পিক্সেল এবং অটো ফোকাস-সহ ফ্রন্ট ক্যামেরা থাকছে এই মোবাইলে।
০৫১৬
আর রিয়ার ক্যামেরা হল ডুয়েল পিক্সেল সেন্সর সহ ১২ মেগা পিক্সেলের।
০৬১৬
এছাড়া শাটার স্পিড, এক্সপোজার কমানো-বাড়ানো এবং হোয়াইট ব্যালেন্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এই স্মার্টফোনে।
নিরাপত্তায় কথা বিশেষ ভাবে ভাবা হয়েছে। এই স্মার্টফোনের অন্যতম ফিচার হল আইরিস স্ক্যান। আপনার চোখে মণি হবে এই ফোনের পাসওয়ার্ড।
০৯১৬
এছাড়াও থাকবে ফেস স্ক্যান, ফিঙ্গার স্ক্যান, প্যাটার্ন, পাসওয়ার্ড এবং পিনের মতো সিকিউরিটি অপশন।
১০১৬
স্যামসাংয়ের দাবি স্পিডের দিক থেকে বিশ্বের দ্রুততম স্মার্টফোন এস ৮ এবং এস ৮ প্লাস। দুই ক্ষেত্রেই থাকছে ১০ ন্যানো মিটার প্রসেসর।
১১১৬
গ্যালাক্সি এস ৭-র থেকে এর ওয়াইফাই স্পিড ২০ শতাংশ বেশি থাকবে। এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ স্মার্টফোন বলে দাবি সংস্থার।
১২১৬
এই ফোনে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে। এস ৮-র ৩০০০ এমএএইচ এবং এস ৮ প্লাস-র ৩৫০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে।
১৩১৬
গুগল অ্যাসিস্ট্যান্ট-র মতো এই স্মার্টফোনের নতুনত্ব সংযোজন হল বিক্সবে।
১৪১৬
এই স্মার্টফোন দিয়ে অনায়াসে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে কাজ করতে পারবেন।
১৫১৬
পাঁচ রংয়ে পাবেন গ্যালাক্সি এস ৮ এবং ৮ প্লাস- মিডনাইট ব্ল্যাক, অর্কিড গ্রে, আর্টিক সিলভার, কোরাল ব্লু এবং ম্যাপল গোল্ডয়।
১৬১৬
আগামী ২১ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে বলে সূত্রের খবর। সংস্থা দাম নিয়ে এখনও পর্যন্ত কিছু না বললেও বিভিন্ন ওয়েবসাইট সূত্রের খবর, গ্যালাক্সি এস ৮-র ৪৬-৪৮ হাজার এবং এস ৮ প্লাস-র ৫৫ হাজার টাকার কাছাকাছি দাম হতে পারে।