বিদেশ সফর মানেই লক্ষ লক্ষ টাকা খরচ, এ কথাই ভেবেই নিজেকে বঞ্চিত করছেন না তো? দেশের মানচিত্রের বাইরে পা রাখার কথা ভাবলেই মধ্যবিত্তের মাথায় ঘোরে হাজারো চিন্তা। বিমানের খরচ, ভিসার খরচ, থাকা-খাওয়া, সব মিলিয়ে তরতরিয়ে বেড়ে যায় টাকার অঙ্ক। কিন্তু জানেন কি, এমন অনেক জায়গা রয়েছে পৃথিবীতে, যেখানে মাথাপিছু মাত্র ৫০ হাজার টাকাতেই সফর করা যায়? ৫০ হাজার টাকার নীচে বিদেশভ্রমণ আদপেই খরচসাপেক্ষ নয়। তবে হ্যাঁ, নেপাল, ভূটান, বাংলাদেশের কথা বাদই রাখা হোক এখানে। পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতে বেড়াতে গেলে যা খরচ, তার কমে ঘুরে আসা যায় এই তিন দেশ থেকে।
আরও পড়ুন:
ভিয়েতনাম
আন্তর্জাতিক ভ্রমণের মধ্যে সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম ভিয়েতনাম। অত্যন্ত কম খরচে ঘুরে আসা যায় এই দেশ থেকে। ফ্যানসিপান পর্বত, মেকং বদ্বীপ, নাচাং, ফু কোকের মতো জায়গাগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন। পাশাপাশি, সে দেশের খাবারের প্রেমেও পড়ে যেতে পারেন।
বিমান টিকিট (আনুমানিক): ৪-৬ মাস আগে পরিকল্পনা করলে যাতায়াত মিলিয়ে বিমানের টিকিটের দাম পড়বে ১৬,০০০ টাকা।
থাকার জায়গা: হো চি মিন সিটিতে ব্যাকপ্যাকার্সদের হোটেলে থাকলে অথবা ডরমেটরির একটি বেড বুক করলে খুব সস্তায় থাকা যাবে। প্রতি রাতে মাথাপিছু ৪০০-৫০০ টাকার মধ্যে হয়ে যাবে। ভাল হোটেলে রাত কাটাতে চাইলে প্রতি রাতে ৭০০-১০০০ টাকা খরচ হবে।
ভ্রমণের খরচ (আনুমানিক): আনুমানিক ৪০,০০০ টাকা

ভিয়েতনাম। ছবি: সংগৃহীত।
কী ভাবে পৌঁছোবেন: নয়াদিল্লি থেকে ভিয়েতনামের বিমানের টিকিট বুক করুন। তিনটি বিমানবন্দরে প্রথম পা রাখতে পারেন। হ্যানয়ের নোয়ি বাই আন্তর্জাতিক বিমানবন্দর, অথবা দানাং আন্তর্জাতিক বিমানবন্দর এবং হো চি মিন সিটির তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দর।
কম্বোডিয়া
ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতির দারুণ মিলন। ‘কিংডম অফ ওয়ান্ডার’ নামেও পরিচিত এই দেশ। আঙ্কোর ভাট মন্দির, অপূর্ব সমুদ্রসৈকত, কাম্পট ও কেপ শহর, অথবা বাঁশের ট্রেন বা নোরি চেপে ভ্রমণ অবিস্মরণীয় হয়ে থাকবে।
বিমান টিকিট (আনুমানিক): কলকাতা থেকে ন্যূনতম ৮,০০০ টাকায় ব্যাঙ্কক পৌঁছে, সেখান থেকে কম্বোডিয়ার বিমানের টিকিট ৫০০০-৬০০০ টাকার মধ্যেও পাওয়া যায়। আগে থেকে বুক করলে ২৫,০০০-৩০,০০০ টাকার মধ্যে যাতায়াত হয়ে যাবে।
থাকার জায়গা: ব্যাকপ্যাকারদের হোটেলে প্রতি দিন মাত্র ৩০০ টাকায় থাকতে পারেন। তবে একটু ভাল হোটেলে থাকতে গেলে খানিক বেশি খরচ হবে। তাও সামর্থ্যের মধ্যেই রয়েছে একাধিক থাকার জায়গা।

কম্বোডিয়া। ছবি: সংগৃহীত।
ভ্রমণের খরচ (আনুমানিক): প্রায় ৪৫,০০০ টাকা
কী ভাবে পৌঁছোবেন: কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক নেমে সেখান থেকে অন্য বিমানে নোম পেন আন্তর্জাতিক বিমানবন্দর। কম্বোডিয়ার প্রধান বিমানবন্দর এটিই।
ইন্দোনেশিয়া
সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর ইন্দোনেশিয়া। ভারত থেকে কম বাজেটের বিদেশভ্রমণের জন্য উপযুক্ত, যেখানে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন। বালি, জাভা, জাকার্তায় ঢুঁ মেরে আসতেই হবে। স্থানীয় রেস্তরাঁয় মাত্র ৫০০-৬০০ টাকায় সে দেশের নিজস্ব খাবার চেখে দেখতে পারেন।
বিমান টিকিট (আনুমানিক): যাতায়াতে বিমানের খরচ প্রায় ৩০,০০০-৩৫,০০০ টাকা। তবে আগে থেকে বুক করলে আরও কমে পেয়ে যেতে পারেন।

ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত।
থাকার জায়গা: জাকার্তায় হোস্টেল ঘর বুক করলে প্রতি দিন ৭০০-১০০০ টাকার মধ্যে রাত কাটাতে পারবেন। ভাল হোটেল হলে খরচ বাড়বে। তবে তার মধ্যে সস্তার হোটেলও মিলবে।
ভ্রমণ খরচ (আনুমানিক): প্রায় ৫০,০০০ টাকা
কী ভাবে পৌঁছোবেন: জাকার্তায় অবস্থিত সোয়েকারনো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বুক করা যেতে পারে অথবা ডেনপাসারের নুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে পারেন। বিমানপথে ইন্দোনেশিয়ায় পৌঁছোতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে।