Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

বিনা পয়সায় নেট পরিষেবা সম্ভব নয়: জুকেরবার্গ

আজ দিল্লি আইআইটিতে ৯০০ জন পড়ুয়ার প্রশ্নবাণ সামলালেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ। এই সওয়াল জবাব চলাকালীন ফেসবুক তৈরির সময় নিজের ভুলের কথা বললেন তিনি। কথা বললেন নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। উঠে এল ইন্টারনেট ডট অর্গের প্রসঙ্গ।

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ১৭:৫৪
Share: Save:

আজ দিল্লি আইআইটিতে ৯০০ জন পড়ুয়ার প্রশ্নবাণ সামলালেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ। এই সওয়াল জবাব চলাকালীন ফেসবুক তৈরির সময় নিজের ভুলের কথা বললেন তিনি। কথা বললেন নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। উঠে এল ইন্টারনেট ডট অর্গের প্রসঙ্গ। বুধবার জুকারবার্গ যা বললেন তার ১০ সার কথা-

১) নতুন ধরনের স্কুল তৈরি করতে আফ্রিকাতে বিনিয়োগ করেছি আমরা। আশা করছি ভারতেও খুব শীঘ্র এই ধরনের স্কুল নিয়ে আসবো।’’

২) ভারতকে বাদ দিয়ে লক্ষ-লক্ষ মানুষকে এক সুতোয় বাঁধা সম্ভব নয়।

৩) আপনার কোনও মূল্যবান কাজ মানুষের স্মৃতি থেকে আপনার ভুল গুলোকে মুছিয়ে দেয়।

৪) আপনার কাজে অন্য কারোর নাক গলানো আপনি বরদাস্ত করেন না। কিন্তু এই একই কাজ আপনি অন্যদের সঙ্গে করেন।

৫) যারা নেট নিউট্রালিটির পক্ষে সওয়াল করছেন তাদের অধিকাংশই ইন্টারনেট ব্যবহার করেন ।

৬) একেবারে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব নয়।

৭) ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা এমন কম্পিউটার তৈরি করতে চাইছি যার সাধারণ বোধ মানুষের থেকেও বেশি হবে।

৮) পৃথিবীর মানুযের স্বার্থেই ভারতকে জোড়া প্রয়োজন।

৯)আপনি যাই করুন না কেন, ভুল হবেই। ভুল থেকেই শিখতে শিখতে সামনের দিকে এগনো সম্ভব।

১০) ইন্টারনেট ডট অর্গ এবং ফেসবুক উভয়ই নেট নিউট্রালিটির ১০০% সমর্থক।

ভারত ছাড়া বিশ্ব জোড়া অসম্ভব: জুকেরবার্গ

নেট নিউট্রালিটি চান জুকেরবার্গও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mark Zuckerberg, Net Neutrality, Facebook, Internet.org
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE