জি২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। — ফাইল চিত্র।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মতো পরিচিত রাষ্ট্রনেতারা তো রয়েছেনই। সেই সঙ্গে নয়াদিল্লিতে দু’দিনের জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন আরও বেশ কয়েক জন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। আবার আমন্ত্রণ পেয়েও আসছেন না কয়েক জন প্রভাবশালী রাষ্ট্রপ্রধান।
জি২০ শীর্ষ সম্মেলনে অনুপস্থিতির তালিকায় প্রথমেই রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে ‘গুরুত্বপূর্ণ সামরিক বিষয়ে’ ব্যস্ততার কারণে গরহাজির থাকবেন পুতিন। তাঁর প্রতিনিধি হিসাবে দিল্লি আসছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। অন্য দিকে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও দিল্লি না এসে জি২০-তে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী লি ছিয়াংকে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রিজ ম্যানুয়েল লোপেজ ওব্রেডরও অভ্যন্তরীণ কর্মসূচির কারণে জি২০-তে যোগ দিচ্ছেন না এ বার। তাঁর পরিবর্তে দিল্লিতে আসছেন সে দেশের অর্থমন্ত্রী রাকুয়েল স্যাঞ্চেজ। ‘পর্যবেক্ষক’ হিসাবে আমন্ত্রিত হলেও শেষ মুহূর্তে কোভিড আক্রান্ত হওয়ায় স্পেনের রাষ্ট্রপ্রধান পেড্রো স্যাঞ্চেজও দিল্লি সফর বাতিল করেছেন। তাঁর বদলে সে দেশের ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনোকে দেখা যাবে নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারের জি২০ শীর্ষ সম্মেলনে।
অন্য দিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোগান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়োল, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা, সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউডোডোর পাশাপাশি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল থাকবেন দিল্লির জি২০ শীর্ষবৈঠকে।
পর্যবেক্ষক দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথমেই রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি২০-র সদস্য না হলেও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে বাংলাদেশ দু’দিনের এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুও যোগ দেবেন ‘আমন্ত্রিত’ হিসাবে। এই তালিকায় থাকবেন নেদারল্যান্ডসের মার্ক রট, মিশরের আবদেল ফাতা, মরিশাসের প্রবীন্দ জগন্নাথ, ওমানের হাইতাম বিন তারিক, সিঙ্গাপুরের লি সেইন লং, কমোরোসের অজ়লি অসুমনি, সংযুক্ত আরব আমিরশাহির মহম্মদ বিন জায়েদের মতো রাষ্ট্রনেতারাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy