Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Joe Biden

বাইডেনকে বিমানবন্দরে স্বাগত জানাবেন মন্ত্রী ভিকে! সুনক, হাসিনাদের অভ্যর্থনার দায়িত্বে কারা?

নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি২০ শীর্ষ সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন।

বাইডেন, সুনক এবং হাসিনা।

বাইডেন, সুনক এবং হাসিনা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৯
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। নন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। শুক্রবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পুরোদস্তুর কূটনৈতিক প্রোটোকল মেনেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে যাবেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিংহ। বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে। বাইডেনের পাশাপাশি জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা চিনা প্রধানমন্ত্রী লি কিয়াংকেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকবেন ভিকে।

নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি২০ শীর্ষ সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বাইডেনের বিমান দিল্লি বিমানবন্দরে নামবে। সেখান থেকে তিনি যেতে পারেন আইটিসি মৌর্য শেরাটনে। বাইডেন এবং তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। আগামী দু’দিন সেখানেই তাঁরা থাকবেন। রাতে মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে হাজির হয়েছিলেন মোদী। ২০১৮-য় ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও মোদী নিজেই বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের জন্য অবশ্য প্রোটোকল মেনেই পদক্ষেপ করা হচ্ছে। গত রাতে দিল্লি বিমানবন্দরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক আসবেন। তাঁকে কেন্দ্রীয় খাদ্য-সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে অভ্যর্থনা জানাবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে দুপুর সওয়া ২টোয় বিমানবন্দরে স্বাগত জানানোর দায়িত্বও অশ্বিনীর।

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভ্যর্থনা জানাবেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করান্ডলাজে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওলকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানাবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর৷

সূত্রের খবর, মোদী-বাইডেনের শুক্রবারের বৈঠকে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রের পাশাপাশি আলোচনায় আসবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের মোকাবিলায় ‘কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ’ (কোয়াড)-এর চার সদস্যরাষ্ট্রের (ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান) সমন্বয় আরও নিবিড় করার প্রসঙ্গও।

অন্য বিষয়গুলি:

G20 Summit 2023 G20 G20 summit Joe Biden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy