Advertisement
২২ নভেম্বর ২০২৪
Mehul Choksi

ইনস্টাগ্রামে স্বল্পবসনা হয়ে ছবি, চোক্সী অপহরণে অভিযুক্ত এই রহস্যময়ী কে

মেহুলের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে। আর অপহরণ করিয়েছেন তাঁর এই ‘বান্ধবী’ই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৪:০৯
Share: Save:
০১ ২১
তিনি কি বান্ধবী? না অপহরণকারী? মেহুল চোক্সী মামলায় হঠাৎ ভেসে ওঠা নাম বারবারা জারাবিকা আসলে কে?

তিনি কি বান্ধবী? না অপহরণকারী? মেহুল চোক্সী মামলায় হঠাৎ ভেসে ওঠা নাম বারবারা জারাবিকা আসলে কে?

০২ ২১
মেহুল যে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছেন, সে দেশের প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের কথায় বারবারা মেহুলের বান্ধবী। এমনকি ব্রাউনের দাবি, বারবারার সঙ্গে ছুটি কাটাতেই ডমিনিকায় গিয়েছিলেন মেহুল।

মেহুল যে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছেন, সে দেশের প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের কথায় বারবারা মেহুলের বান্ধবী। এমনকি ব্রাউনের দাবি, বারবারার সঙ্গে ছুটি কাটাতেই ডমিনিকায় গিয়েছিলেন মেহুল।

০৩ ২১
যদিও মেহুলের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে। আর অপহরণ করিয়েছেন তাঁর এই ‘বান্ধবী’ই। জেরায় মেহুল বলেছেন, তাঁকে বাড়িতে প্রাতঃরাশের নিমন্ত্রণ করেছিলেন বারবারা। সেখানেই অপহরণ করা হয় তাঁকে।

যদিও মেহুলের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে। আর অপহরণ করিয়েছেন তাঁর এই ‘বান্ধবী’ই। জেরায় মেহুল বলেছেন, তাঁকে বাড়িতে প্রাতঃরাশের নিমন্ত্রণ করেছিলেন বারবারা। সেখানেই অপহরণ করা হয় তাঁকে।

০৪ ২১
মেহুলের স্ত্রী প্রীতি চোক্সীরও দাবি, তাঁর স্বামীর অপহরণের নেপথ্যে রয়েছেন বারবারাই। প্রীতি এ-ও বলছেন, বারবারা ভারত সরকারের সঙ্গে যুক্ত। তাঁকে ব্যবহার করেই অ্যন্টিগার নাগরিক মেহুলকে ক্যারিবিয়ানে দ্বীপপুঞ্জেরই অন্য দ্বীপরাষ্ট্র ডমিনিকায় নিয়ে আসা হয়েছে। ডমিনিকায় মেহুলের নাগরিকত্ব নেই। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এর ফলে তাঁকে ডমিনিকা থেকে ভারতে নিয়ে আসা সহজ হবে।

মেহুলের স্ত্রী প্রীতি চোক্সীরও দাবি, তাঁর স্বামীর অপহরণের নেপথ্যে রয়েছেন বারবারাই। প্রীতি এ-ও বলছেন, বারবারা ভারত সরকারের সঙ্গে যুক্ত। তাঁকে ব্যবহার করেই অ্যন্টিগার নাগরিক মেহুলকে ক্যারিবিয়ানে দ্বীপপুঞ্জেরই অন্য দ্বীপরাষ্ট্র ডমিনিকায় নিয়ে আসা হয়েছে। ডমিনিকায় মেহুলের নাগরিকত্ব নেই। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এর ফলে তাঁকে ডমিনিকা থেকে ভারতে নিয়ে আসা সহজ হবে।

০৫ ২১
যদিও প্রীতি তাঁর এই অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রমাণ দেখাতে পারেননি। বলেছেন, নেটমাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবারার যে ছবি প্রচার করা হচ্ছে, তাঁর সঙ্গে মেহুলের ‘বান্ধবী’র মুখের মিল নেই।

যদিও প্রীতি তাঁর এই অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রমাণ দেখাতে পারেননি। বলেছেন, নেটমাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবারার যে ছবি প্রচার করা হচ্ছে, তাঁর সঙ্গে মেহুলের ‘বান্ধবী’র মুখের মিল নেই।

০৬ ২১
প্রীতি বলেছেন, অ্যান্টিগায় মেহুলের বাড়ির পাশেই ছিল ওই মহিলার বাড়ি।

প্রীতি বলেছেন, অ্যান্টিগায় মেহুলের বাড়ির পাশেই ছিল ওই মহিলার বাড়ি।

০৭ ২১
বারবারার পরিচয় নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। নেটমাধ্যমেও ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা লিঙ্কড ইনে তাঁর সম্পর্কে বিশেষ তথ্য নেই। নেই তেমন ছবিও।

বারবারার পরিচয় নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। নেটমাধ্যমেও ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা লিঙ্কড ইনে তাঁর সম্পর্কে বিশেষ তথ্য নেই। নেই তেমন ছবিও।

০৮ ২১
লিঙ্কড ইনে বারবারার একটি প্রোফাইলে তাঁকে বুলগেরিয়ার সম্পত্তিতে বিনিয়োগের এজেন্ট বলে দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রিয়েল এস্টেট এবং সেলসে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রেতাদের পরিষেবা দেওয়ার ব্যাপারেও বেশ দক্ষ তিনি।

লিঙ্কড ইনে বারবারার একটি প্রোফাইলে তাঁকে বুলগেরিয়ার সম্পত্তিতে বিনিয়োগের এজেন্ট বলে দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রিয়েল এস্টেট এবং সেলসে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রেতাদের পরিষেবা দেওয়ার ব্যাপারেও বেশ দক্ষ তিনি।

০৯ ২১
পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অব ইকনমিকস-এ, লেখা ছিল লিঙ্কড ইনের প্রোফাইলেই। তবে সেই প্রোফাইল সংবাদ মাধ্যমের নজরে আসতেই সেখান থেকে মুছে ফেলা হয় তথ্যটি। সরিয়ে দেওয়া হয় প্রোফাইলে দেওয়া বারবারার ছবিটিও। লন্ডন স্কুল অব ইকনমিকসও বিষয়টি জানার পর বিবৃতি দিয়ে জানিয়েছে, বারবারা জারাবিকা নামে কোনও ছাত্রী কখনও তাঁদের প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি।

পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অব ইকনমিকস-এ, লেখা ছিল লিঙ্কড ইনের প্রোফাইলেই। তবে সেই প্রোফাইল সংবাদ মাধ্যমের নজরে আসতেই সেখান থেকে মুছে ফেলা হয় তথ্যটি। সরিয়ে দেওয়া হয় প্রোফাইলে দেওয়া বারবারার ছবিটিও। লন্ডন স্কুল অব ইকনমিকসও বিষয়টি জানার পর বিবৃতি দিয়ে জানিয়েছে, বারবারা জারাবিকা নামে কোনও ছাত্রী কখনও তাঁদের প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি।

১০ ২১
টুইটারেও বারবারার রহস্যময় উপস্থিতি। প্রোফাইল ছবির মুখের অধিকাংশই ঢাকা চুলে। ২০১২ সাল থেকে টুইটারে থাকলেও গত ন’বছরে একটি মাত্র টুইট করেছেন তিনি। সেই টুইটও একটি খবর। মূল্যবান একটি ছবি কিনে তার পর সেটি পুড়িয়ে ফেলার ব্যাপারে। টুইটারে তাঁর অনুগামী মাত্র ১১ জন। তবে এর মধ্যে ১ জন ছাড়া বাকি সকলেই ভারতীয়।

টুইটারেও বারবারার রহস্যময় উপস্থিতি। প্রোফাইল ছবির মুখের অধিকাংশই ঢাকা চুলে। ২০১২ সাল থেকে টুইটারে থাকলেও গত ন’বছরে একটি মাত্র টুইট করেছেন তিনি। সেই টুইটও একটি খবর। মূল্যবান একটি ছবি কিনে তার পর সেটি পুড়িয়ে ফেলার ব্যাপারে। টুইটারে তাঁর অনুগামী মাত্র ১১ জন। তবে এর মধ্যে ১ জন ছাড়া বাকি সকলেই ভারতীয়।

১১ ২১
ইনস্টাগ্রামে বারবারার অনুগামী সংখ্যা ১৩০০। এঁদেরও অধিকাংশই ভারতীয়। তারও মধ্যে অনেকে আবার গুজরাতের বাসিন্দা। তবে বারবারার এই অনুগামীদের অনেকেই মেহুল পর্ব সামনে  আসার পর তাঁকে ফলো করা শুরু করেছেন বলে অনুমান।

ইনস্টাগ্রামে বারবারার অনুগামী সংখ্যা ১৩০০। এঁদেরও অধিকাংশই ভারতীয়। তারও মধ্যে অনেকে আবার গুজরাতের বাসিন্দা। তবে বারবারার এই অনুগামীদের অনেকেই মেহুল পর্ব সামনে আসার পর তাঁকে ফলো করা শুরু করেছেন বলে অনুমান।

১২ ২১
ইনস্টায় অবশ্য মাত্র ৭টি ছবি পোস্ট করেছেন বারবারা। বেশির ভাগই সৈকতে এবং স্বল্পবাসে তোলা ছবি। কিছু কিছু ছবিতে ইয়ট কিংবা হেলিকপ্টারেও দেখা গিয়েছে বারবারাকে।

ইনস্টায় অবশ্য মাত্র ৭টি ছবি পোস্ট করেছেন বারবারা। বেশির ভাগই সৈকতে এবং স্বল্পবাসে তোলা ছবি। কিছু কিছু ছবিতে ইয়ট কিংবা হেলিকপ্টারেও দেখা গিয়েছে বারবারাকে।

১৩ ২১
অ্যান্টিগা বা বুলগেরিয়া থেকে পাওয়া ভারতীয় গোয়েন্দাদের তথ্য থেকে অবশ্য বারবারা সম্পর্কে কোনও খোঁজ মেলেনি। এমনকি ওই নামে কোনও মহিলার অস্তিত্বই এখনও নিশ্চিত করে জানাতে পারেননি গোয়েন্দারা।

অ্যান্টিগা বা বুলগেরিয়া থেকে পাওয়া ভারতীয় গোয়েন্দাদের তথ্য থেকে অবশ্য বারবারা সম্পর্কে কোনও খোঁজ মেলেনি। এমনকি ওই নামে কোনও মহিলার অস্তিত্বই এখনও নিশ্চিত করে জানাতে পারেননি গোয়েন্দারা।

১৪ ২১
বারবারার নাম সত্যিই বারবারা কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মেহুলের স্ত্রী প্রীতিও। তাঁর আরও প্রশ্ন, ‘‘মেহুলের অপহরণের পর উধাও হয়ে গিয়েছিলেন বারবারা। যদি তিনি অপহরণ না-ই করে থাকবেন, তবে অ্যান্টিগার পুলিশকে বিষয়টি জানাননি কেন?’’

বারবারার নাম সত্যিই বারবারা কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মেহুলের স্ত্রী প্রীতিও। তাঁর আরও প্রশ্ন, ‘‘মেহুলের অপহরণের পর উধাও হয়ে গিয়েছিলেন বারবারা। যদি তিনি অপহরণ না-ই করে থাকবেন, তবে অ্যান্টিগার পুলিশকে বিষয়টি জানাননি কেন?’’

১৫ ২১
মঙ্গলবার ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন বারবারা। দাবি করেছেন, মেহুলের সঙ্গে বহু বার একান্তে থাকার সুযোগ হয়েছিল তাঁর। অপহরণ করার হলে অনেক আগেই করতে পারতেন। বাড়িতে ডেকে এনে অপহরণ করার দরকার পড়ত না।

মঙ্গলবার ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন বারবারা। দাবি করেছেন, মেহুলের সঙ্গে বহু বার একান্তে থাকার সুযোগ হয়েছিল তাঁর। অপহরণ করার হলে অনেক আগেই করতে পারতেন। বাড়িতে ডেকে এনে অপহরণ করার দরকার পড়ত না।

১৬ ২১
বারবারা জানিয়েছেন, মেহুলের নাম যে মেহুল চোক্সী, তিনি যে ভারতে এক বিশাল ব্যাঙ্ক প্রতারণার মামলায় যুক্ত সে ব্যাপারে নাকি জানতেনই না তিনি। মেহুল তাঁকে নিজের পরিচয় দিয়েছিলেন ‘রাজ’ হিসাবে।

বারবারা জানিয়েছেন, মেহুলের নাম যে মেহুল চোক্সী, তিনি যে ভারতে এক বিশাল ব্যাঙ্ক প্রতারণার মামলায় যুক্ত সে ব্যাপারে নাকি জানতেনই না তিনি। মেহুল তাঁকে নিজের পরিচয় দিয়েছিলেন ‘রাজ’ হিসাবে।

১৭ ২১
ওই সংবাদ সংস্থাকে ফোনে বারবারা এ কথাও জানান যে মেহুলই তাঁকে নানা ভাবে ঘনিষ্ঠতার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি নানারকম সুবিধা পাইয়ে দেওয়ার কথাও বলেছিলেন। বারবারা তাতে সাড়া দেননি। তিনি ওই বন্ধুত্বকে কাজের স্তরেই রাখতে চেয়েছিলেন।

ওই সংবাদ সংস্থাকে ফোনে বারবারা এ কথাও জানান যে মেহুলই তাঁকে নানা ভাবে ঘনিষ্ঠতার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি নানারকম সুবিধা পাইয়ে দেওয়ার কথাও বলেছিলেন। বারবারা তাতে সাড়া দেননি। তিনি ওই বন্ধুত্বকে কাজের স্তরেই রাখতে চেয়েছিলেন।

১৮ ২১
বারবারা জানিয়েছেন, মেহুলের ব্যক্তিত্ব ভাল লেগেছিল তাঁর। তবে মেহুলই মূলত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। হোয়াটসঅ্যাপ, সিগন্যাল-সহ বিভিন্ন ম্যাসেঞ্জার অ্যাপে নিয়মিত কথা হত তাঁদের। মেহুলের সঙ্গে সান্ধ্য ভ্রমণ, রাতের খাবার এমনকি কফি খেতেও গিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

বারবারা জানিয়েছেন, মেহুলের ব্যক্তিত্ব ভাল লেগেছিল তাঁর। তবে মেহুলই মূলত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। হোয়াটসঅ্যাপ, সিগন্যাল-সহ বিভিন্ন ম্যাসেঞ্জার অ্যাপে নিয়মিত কথা হত তাঁদের। মেহুলের সঙ্গে সান্ধ্য ভ্রমণ, রাতের খাবার এমনকি কফি খেতেও গিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

১৯ ২১
বারবারা ওই সংবাদ মাধ্যমকে জানান, মেহুল তাঁকে একটি হিরের আংটি এবং ব্রেসলেট উপহার হিসেবে দিয়েছিলেন। দিন কয়েক আগে যখন তিনি মেহুলের বিষয়ে জানতে পারেন, তখন ওই আংটি এবং ব্রেসলেট দোকানে নিয়ে গিয়ে পরখ করান তিনি। তাঁকে জানানো হয়, দু’টিই খুব ভাল জাতের নকল হিরে।

বারবারা ওই সংবাদ মাধ্যমকে জানান, মেহুল তাঁকে একটি হিরের আংটি এবং ব্রেসলেট উপহার হিসেবে দিয়েছিলেন। দিন কয়েক আগে যখন তিনি মেহুলের বিষয়ে জানতে পারেন, তখন ওই আংটি এবং ব্রেসলেট দোকানে নিয়ে গিয়ে পরখ করান তিনি। তাঁকে জানানো হয়, দু’টিই খুব ভাল জাতের নকল হিরে।

২০ ২১
বারবারা জানিয়েছেন, তাঁর প্রেমিক রয়েছে জেনেও তাঁকে চুম্বন করতে চেয়েছিলেন মেহুল। বাধা দেওয়ায় তিনি অসন্তুষ্ট হন।

বারবারা জানিয়েছেন, তাঁর প্রেমিক রয়েছে জেনেও তাঁকে চুম্বন করতে চেয়েছিলেন মেহুল। বাধা দেওয়ায় তিনি অসন্তুষ্ট হন।

২১ ২১
অবশ্য এই সব তথ্যই সংবাদ সংস্থাকে ফোনে জানিয়েছেন বারবারা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করলেও এখনও প্রকাশ্যে আসেননি তিনি।

অবশ্য এই সব তথ্যই সংবাদ সংস্থাকে ফোনে জানিয়েছেন বারবারা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করলেও এখনও প্রকাশ্যে আসেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy