
‘লেজ কাটা’ অদ্ভুতদর্শন যুদ্ধবিমান উড়িয়ে আটলান্টিক পারের ‘সুপার পাওয়ার’কে চ্যালেঞ্জ জানিয়েছিল ড্রাগন। কিন্তু মাত্র তিন মাসেই বদলাল সেই ছবিটা। বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের লড়াকু জেট প্রকাশ্যে এনে চিনকে মুখের উপর জবাব দিল আমেরিকা। এর ফলে শক্তির বিচারে আগামী দশকগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে শীর্ষস্থান ধরে রাখতে পারবে, তা এককথায় মানছেন তাবড় প্রতিরক্ষা বিশ্লেষকেরা।

চলতি বছরের ২১ মার্চ রাজধানী ওয়াশিংটনের ওভাল অফিসে বসে ষষ্ঠ প্রজন্মের লড়াকু জেটের বিষয়টি ফলাও করে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ে তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ এবং একগুচ্ছ পদস্থ সেনা অফিসার। অত্যাধুনিক যুদ্ধবিমানটির কোড নাম ‘এফ-৪৭’ রাখা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।