
দুর্ভেদ্য কবচে ঢাকা পড়বে গোটা আমেরিকা! রকেট-ক্ষেপণাস্ত্র তো কোন ছাড়, বর্ম ভেদ করে নাকি গলতে পারবে না একটা মাছিও! ইতিমধ্যেই সেই অত্যাধুনিক হাতিয়ার তৈরির কথা ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, এর জন্য বিপুল খরচের ফিরিস্তিও যুক্তরাষ্ট্রের ‘‘কংগ্রেস’-এর কাছে খোলসা করেছেন তিনি।

ট্রাম্প জমানায় তৈরি হতে চলা মার্কিন কবচের পোশাকি নাম ‘গোল্ডেন ডোম’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, এর সাহায্যে অনায়াসেই ঠেকানো যাবে হাইপারসোনিক (পড়ুন শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র। বর্তমানে রাশিয়া এবং চিনের মতো শত্রু রাষ্ট্রগুলির অস্ত্রাগারে সংশ্লিষ্ট হাতিয়ারটি থাকায় চিন্তায় ঘুম উড়েছে ওয়াশিংটনের।