আবার প্রশ্নপত্র ফাঁস! এ বার অসমে। তার জেরে সে রাজ্যের একাদশ শ্রেণির বোর্ডের বাকি সব পরীক্ষা বাতিল করল সরকার। শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান, আগামী ২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল। মোট ৩৬টি বিষয়ের পরীক্ষাই বাতিল করতে হচ্ছে। কারণ, বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি প্রশ্নফাঁস হয়েছে। তবে এই বাতিল হওয়া পরীক্ষা আবার কবে হবে, তা নিশ্চিত করেননি শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়ম লঙ্ঘনের কারণে একাদশ শ্রেণির বাকি পরীক্ষা বাতিল করা হচ্ছে। উল্লেখ্য, অসমের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষ অর্থাৎ একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হয়েছিল চলতি মাসের ৬ তারিখ। কিন্ত পরীক্ষা চলাকালীন বার বার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। থানায় অভিযোগও দায়ের হয়েছে। প্রশ্নফাঁসের অভিযোগের জেরে শুক্রবারের অঙ্ক পরীক্ষা বাতিল করতে হয়। এ বার ২৪ থেকে ২৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত সব পরীক্ষাই বাতিল করলেন কর্তৃপক্ষ। সোমবার বোর্ডের বৈঠকে পরীক্ষার পরবর্তী সূচি নিয়ে আলোচনা হবে।
শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্য জুড়ে তিনটি সরকারি প্রতিষ্ঠান-সহ ১৮টি স্কুলে নির্ধারিত পরীক্ষার এক দিন আগে গণিতের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। যা নিয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। তিনটি সরকারি স্কুলের বিরুদ্ধেও কী ব্যবস্থা নেওয়া যায়, তা-ও বিবেচনা করা হচ্ছে। এ ছাড়াও, ১০ জেলার ১৫টি বেসরকারি স্কুলের স্বীকৃতি উপর স্থগিতাদেশ জারি করেছে সরকার।
আরও পড়ুন:
কী ভাবে গণিতের প্রশ্নপত্র ফাঁস হল? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রাজ্যের উচ্চশিক্ষা দফতরও। জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলগুলি পরীক্ষার দিনের আগেই সিল করা প্রশ্নপত্রের খাম খুলেছিল। মনে করা হচ্ছে, তার পরই প্রশ্নপত্র ফাঁস হয়। অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।