মকটেল সেশনের খরচ জন প্রতি প্রায় ৪ হাজার টাকা। আর ডিনারের খরচ প্রায় সাত হাজার টাকা।
০৬১১
প্রায় ৪০টি দেশে রয়েছে এই ধরনের স্কাই ডাইনিংয়ের ব্যবস্থা। নিরাপত্তা একটা বড় প্রশ্ন এখানে। তাই সিটবেল্ট পরেই খাবার খেতে হয় খদ্দেরদের। তিনটি বেল্ট রয়েছে, এগুলি চেয়ারের সঙ্গে বাঁধাও থাকবে।
০৭১১
বেঙ্গালুরুর নাগাওয়াড়া লেক, মান্যতা টেক পার্ক ও বেঙ্গালুরু শহরটাকে দিব্যি দেখা যাবে এই রেস্তরাঁ থেকে।
০৮১১
জার্মানির এক বিশেষজ্ঞ দল এই রেস্তরাঁর নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছেন।
০৯১১
ক্রেনে করে উপরে যাওয়ার আগে একটি সেফটি ভিডিয়োতে খদ্দেরদের গোটা ব্যবস্থা, খাবার অর্ডার দেওয়া ইত্যাদি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
১০১১
এমারজেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে। সে ক্ষেত্রে নামিয়ে আনা হতে পারে রেস্তরাঁর অতিথি, চেয়ার টেবিল-সহ খাবারদাবার। নিচেও রয়েছে খাবারের ব্যবস্থা।
১১১১
মকটেল সেশনের স্থায়ীত্ব আধ ঘণ্টা, অন্যদিকে ডিনার সেশনের স্থায়ীত্ব এক ঘণ্টা।