Advertisement
০৪ নভেম্বর ২০২৪

রয়্যাল সোসাইটির ভারতীয় সভাপতি

আইজ্যাক নিউটন, আর্নেস্ট রাদারফোর্ড, হামফ্রি ডেভির মতো বিজ্ঞানীরা যে পদে ছিলেন সেই পদেই এ বার বসবেন এক নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত। বেঙ্কটরামন রামকৃষ্ণন। ১ ডিসেম্বর থেকে রয়্যাল সোসাইটির সভাপতির দায়িত্ব নেবেন তিনি। ব্রিটেনের রয়্যাল সোসাইটি বিশ্বের অন্যতম বৃহৎ বিজ্ঞান সংস্থা। সোসাইটির প্রায় ১২০০ জন সদস্য মিলে পোস্টাল ব্যালটে সভাপতি নির্বাচন করেন। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, রামকৃষ্ণন ৯৮%-এরও বেশি ভোট পেয়েছেন।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২০ মার্চ ২০১৫ ০৩:৫১
Share: Save:

আইজ্যাক নিউটন, আর্নেস্ট রাদারফোর্ড, হামফ্রি ডেভির মতো বিজ্ঞানীরা যে পদে ছিলেন সেই পদেই এ বার বসবেন এক নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত। বেঙ্কটরামন রামকৃষ্ণন। ১ ডিসেম্বর থেকে রয়্যাল সোসাইটির সভাপতির দায়িত্ব নেবেন তিনি।

ব্রিটেনের রয়্যাল সোসাইটি বিশ্বের অন্যতম বৃহৎ বিজ্ঞান সংস্থা। সোসাইটির প্রায় ১২০০ জন সদস্য মিলে পোস্টাল ব্যালটে সভাপতি নির্বাচন করেন। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, রামকৃষ্ণন ৯৮%-এরও বেশি ভোট পেয়েছেন।

বুধবার রয়্যাল সোসাইটির তরফে জানানো হয়, পাওল নার্সের পর রামকৃষ্ণন হবেন সংস্থার নয়া সভাপতি। নার্সের মেয়াদ ফুরোচ্ছে এ বছরের ৩০ নভেম্বর। ২০০৩ সাল থেকেই রয়্যাল সোসাইটির সদস্য ছিলেন রামকৃষ্ণন। তিনি বলেছেন, “আমাকে নির্বাচিত করার জন্য আমি খুবই গর্বিত।” তবে নিজের দেশের প্রতি শ্রদ্ধা থাকলেও তিনি জানিয়েছেন দেশ বিদেশের গণ্ডি দিয়ে বিজ্ঞানকে ভাগ করা যায় না।

তামিলনাড়ুর চিদম্বরমে জন্ম রামকৃষ্ণনের। বরোদা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন তিনি। পিএইচডি করেন ওহায়ো বিশ্ববিদ্যালয় থেকে। রাইবোজোমের গঠন, তার কাজ ও তার উপর অ্যান্টিবায়োটিকের প্রভাব এই বিষয়ে গবেষণার জন্য ২০০৯ সালে রসায়নে নোবেল পান রামকৃষ্ণন। ২০১২ সালে তাঁকে নাইট উপাধি দেওয়া হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE