ওয়াকিল নামের সেই যুবক।
মুখে কালি মাখিয়ে,মাথা ন্যাড়া করে গোটা গ্রাম ঘোরানো হল ওয়াকিল নামের এক যুবককে। চলতি মাসের প্রথম দিকে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলার শাহারাখুর্দ গ্রামে।তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ছবি বিকৃত করে পোস্ট করত সে। যদিও ওই যুবক আদৌ এমন অপরাধ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রামবাসীদের একাংশ।
পুলিশ জানিয়েছে, গত ৫ নভেম্বর ওয়াকিলের উপর চড়াও হয়ে মারধর করার পর তাকে পুলিশের হাতে তুলে দেন কয়েক জন। পুলিশের কাছেতাঁরা অভিযোগ করেন, ওই যুবক সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ছবি বিকৃত করে পোস্ট করত। ওই সব ছবিতে কখনও কখনও নিজের ছবিও জুড়ে দিত ওয়াকিল। শুধু তাই নয়, নিজের গ্রামের মহিলাদের সে হেনস্থা করত বলেও অভিযোগ করা হয় পুলিশে। ওই সব অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ওই যুবককে।
যদিও ওয়াকিলের পরিবারের লোকজন আলিগড়ের জেলাশাসকের কাছে অভিযোগ জানান, ওই যুবককের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, গ্রামবাসীদের একাংশ তাদের ছেলেকে বেধড়ক মারধর করেছে বলেও অভিযোগ করেন তাঁরা। জেলাশাসক চন্দ্রভূষণ সিংহের কথায়, ‘‘একটা ভিডিয়ো আমি পেয়েছি যেখানে দেখা যাচ্ছে, এক যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে। তাঁর মাথাও ন্যাড়া করে দেওয়া হয়েছে। পুলিশকে আমি ভিডিয়োটি পাঠিয়েও দিয়েছি।’’
আরও পড়ুন: কমান্ডারের মৃত্যুর বদলা চাই! জৈশের হোয়াটস্অ্যাপ বার্তা পেয়ে সতর্কতা জারি দিল্লিতে
স্থানীয় সমাজকর্মী ইফ্রাহিম হুসেনের কথায়, ‘‘ওয়াকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন সমাজবিরোধী। তাকে বেধড়ক মারধর করা হয়। তার পর তাকে নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ান স্থানীয়েরা। এমনকি একটা খালের কাছে নিয়ে গিয়ে ওয়াকিলকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়।’’হুসেন আরও বলেন, ‘‘পথচলতি কিছু মানুষের সাহায্যে শেষমেশ বেঁচে যায় ওয়াকিল। তবে পুলিশ ওই সমাজবিরোধীদের পাকড়াও করার পরিবর্তে ওয়াকিলকেই গ্রেফতার করে বসে।’’
আরও পড়ুন: মত্ত ‘গজ’-এ তামিলনাড়ু তছনছ, মৃতের সংখ্যা ২৩
ওয়াকিলের যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে সে কথাও বলেন ইফ্রাহিম হুসেন। তিনি আরও বলেন, ‘‘সত্যি কী ঘটেছে? পুলিশ তা যাচাই না করেই ওয়াকিলকে গ্রেফতার করল কেন? এর সুবিচার প্রয়োজন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy