Advertisement
২১ নভেম্বর ২০২৪
Maharshi Valmiki International Airport

উন্মাদনা উধাও, প্রায় শূন্য অযোধ্যার বিমান টার্মিনাল, কমেছে যাত্রীর সংখ্যা, চালু হয়নি আন্তর্জাতিক উড়ানও

বিমানবন্দর কর্তাদের বক্তব্য, রামমন্দির উদ্বোধনের পরে দেশে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল। গত ন’মাসে সেই উন্মাদনা কেটে গিয়েছে। মন্দির এখনও পুরোপুরি তৈরি হয়নি।

শুনশান বিমানবন্দর।

শুনশান বিমানবন্দর। —নিজস্ব চিত্র।

প্রেমাংশু চৌধুরী
অযোধ্যা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০৯:১৪
Share: Save:

গত বছর ডিসেম্বরে ১,৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড-শো করেছিলেন। গত ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সময় একের পর এক উড়ান সংস্থা দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যায় উড়ান চালু করেছিল। দিনে ২২টি করে বিমান ওঠা-নামা করত। খুব শীঘ্র অযোধ্যার আন্তর্জাতিক উড়ানও চালু হবে বলে সংস্থার কর্তারা ঘোষণা করেছিলেন।

এক বছর যেতে না যেতেই অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান কমতে শুরু করেছে, দিনে এখন ১০-১২টি বিমান ওঠানামা করে। বহু শহর থেকে অযোধ্যায় সরাসরি উড়ান বন্ধ, আন্তর্জাতিক উড়ান চালু হয়নি। দিনের অধিকাংশ সময় খালিই পড়ে থাকছে সাড়ে ছ’হাজার বর্গমিটারের টার্মিনাল ভবন। এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো, আকাশ এয়ারের চললেও স্পাইসজেট উড়ান বন্ধ করে দিয়েছে।

বিমানবন্দর কর্তাদের বক্তব্য, রামমন্দির উদ্বোধনের পরে দেশে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল। গত ন’মাসে সেই উন্মাদনা কেটে গিয়েছে। মন্দির এখনও পুরোপুরি তৈরি হয়নি। অযোধ্যায় ভাল মানের হোটেলের সংখ্যা কম। ফলে ধনী পর্যটক বা তীর্থযাত্রীরা অযোধ্যায় আসছেন না। বা এলেও আড়াই ঘণ্টা সড়ক দূরত্বে থাকা লখনউ থেকে যাতায়াত করছেন। ফলে অযোধ্যায় বিমানযাত্রীর সংখ্যা কমেছে।

উত্তরপ্রদেশ সরকারের দাবি, চলতি বছরের প্রথম ছ’মাসে ১১ কোটি মানুষ অযোধ্যায় এসেছিলেন। গোটা উত্তরপ্রদেশে আসা পর্যটক, তীর্থযাত্রীর মধ্যে তিন ভাগের এক ভাগ মানুষ অযোধ্যায় এসেছেন। কিন্তু পর্যটন শিল্পমহল সূত্রের বক্তব্য, এই ১১ কোটি মানুষের অধিকাংশই সাধারণ তীর্থযাত্রী। তাঁরা কেউই বিমানে অযোধ্যায় আসছেন না। আর সেই কারণেই অযোধ্যায় উড়ান কমছে।

উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দফতরের কর্তারা অবশ্য মনে করছেন, শীতকাল এলেই ফের অযোধ্যায় ভিড় বাড়বে। অযোধ্যার দিকে পর্যটক-তীর্থযাত্রীদের নজর টানতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীপোৎসব করে নতুন রেকর্ড তৈরি করছেন। এই সময় দেশ-বিদেশের পর্যটকদের অযোধ্যায় টানতে চাইছেন তিনি। তা ছাড়া, আগামী বছরের গোড়ায় প্রয়াগরাজে মহাকুম্ভ রয়েছে। মহাকুম্ভে যাঁরা আসবেন, তাঁরা অযোধ্যায় রামমন্দির দেখতেও আসবেন বলে যোগী সরকারের আশা। মুখ্যমন্ত্রী অযোধ্যার প্রশাসন ও মানুষকে তৈরি হতেও বলেছেন। অযোধ্যার জেলা প্রশাসনের কর্তাদের বক্তব্য, যাঁরা মহাকুম্ভে আসবেন, তাঁদের অনেকেই তিন-চার ঘণ্টা দূরের অযোধ্যায় আসবেন। তবে তাঁদের মধ্যে কত জন বিমানে আসবেন, তা এখনই বলা মুশকিল।

অন্য বিষয়গুলি:

Ayodhya Ayodhya Ram Temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy