বেলা ঘোষ ও সুজাতা ভকত। ছবি: পার্থ চক্রবর্তী।
পেশায় ওরা ঝাড়খণ্ড পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইনস্পেক্টর। তবে এই পরিচয়ের বাইরেও এই দুই বাঙালি ললনার একটা আলাদা পরিচয় রয়েছে। পেশার ব্যস্ততার মধ্যেই তাঁরা চালিয়ে গিয়েছেন ভারোত্তলন। আর এই ভারোত্তলনকে সঙ্গী করেই আমেরিকার সাউথ ক্যারোলিনা থেকে পাওয়ার লিফটিংয়ে চ্যালেঞ্জ কাপ জিতে এলেন ওঁরা।
ভারোত্তলনের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ক্যারোলিনা কাপ পুশ-পুল চ্যালেঞ্জ’-এ দুই বাঙালি মেয়ে সুজাতা ভকত ও বেলা ঘোষ নিজের নিজের বিভাগে প্রথম হয়েছেন। সুজাতা ৮২.৫ কিলোগ্রাম বিভাগে প্রথম। বেলা প্রথম হয়েছেন ৬০ কিলোগ্রাম বিভাগে। এই দুই বাঙালি কন্যা এখন ঝাড়খণ্ড পুলিশের গর্ব।
রামপুরহাটের মেয়ে সুজাতা কর্মসূত্রে থাকেন রাঁচিতে। বেলার বাড়ি দুর্গাপুরে। সুজাতা জানান, ছোট থেকেই তাঁর পাওয়ার লিফটিংয়ে আগ্রহ ছিল। কিন্তু পরে বিয়ে, সংসার ও কাজের চাপে কয়েক বছর সব বন্ধ হয়ে যায়। রাঁচিতে ঝাড়খণ্ড পুলিশের স্পেশাল ব্রাঞ্চে যোগ দেওয়ার পরে আলাপ হয় বেলার সঙ্গে। জানতে পারেন বেলারও পাওয়ার লিফটিংয়ে অসম্ভব আগ্রহ। তখনই তারা ঠিক করে নেন দুই বন্ধু মিলে কাজের ফাঁকেই সময় বের করে ফের পাওয়ার লিফটিং শুরু করবেন।
দুজনেই চল্লিশ পেরিয়েছেন। সুজাতার দুই সন্তান। বেলার এক সন্তান। সুজাতা বলেন, ‘‘পরিবার সব সময়ই আমাদের এই খেলায় উৎসাহ দিয়েছে।’’ সুজাতা ও বেলা জানালেন, ২০১৫ সালে আমেরিকার ভার্জিনিয়ায় ওয়ার্ল্ড পুলিশ গেমে পাওয়ার লিফটিংয়ে পুশ-পুল বিভাগে সোনা জেতেন তাঁরা। ওই টুর্নামেন্ট সোনা জেতায় ক্যারোলিনা কাপে পাওয়ার লিফটিংয়ে পুশ-পুল বিভাগে অংশগ্রহণের ছাড়পত্র পান। টুর্নামেন্টে কাপ জিতে আজই বেলা ও সুজাতা ফিরেছেন রাঁচিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy