জঙ্গলের বুক চিরে রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা ধরেই হুশ হুশ করে ছুটে যাচ্ছে গাড়ি। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে এল বাঘ! বাঘ বেরিয়ে আসতে দেখে চালকরা কয়েক হাত দূরে গাড়ি থামিয়ে দিয়েছিলেন। দুই বাইক আরোহী বিষয়টি লক্ষ করেননি। বাঘ যে রাস্তা পার হচ্ছে সেটা তাঁদের নজরে আসেনি। বাইক নিয়ে একেবারে বাঘের সামনে চলে যান তাঁরা।
বাঘ তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। বাইক আরোহীরা কোনওরকমে বাইকটিকে পিছিয়ে নিয়ে যান। বাইকটি পিছোতে দেখে বাঘও তাঁদের লক্ষ করে এগোতে থাকে। আর এই দৃশ্য দেখে রাস্তার দু’পাশে উপস্থিত গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও বাঘটি কিছুটা এগিয়ে এসে আবার নিজের খেয়ালেই জঙ্গলে ঢুকে পড়ে। আইএফএস আধিকারিক সুশান্ত নন্দ ভিডিয়োটি শেয়ার করেছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
As long as one doesn’t have a back gear in the bike, use common sense in the back of your mind & drive slow in wild habitats.
— Susanta Nanda IFS (@susantananda3) December 21, 2022
Via Ramesh Pandey. pic.twitter.com/7fBnwJUJiH
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর এক নেটাগরিক বলেছেন, “ওই দু’জনের ভাগ্য ভাল। বরাত জোরে বেঁচে গিয়েছেন। না হলে হয়তো বাঘের পেটেই যেতে হত।” এক জন আবার বলেছেন, “যে সব অঞ্চলে পশুদের অবাধ যাতায়াত, সেই সব অঞ্চলের রাস্তায় খুব সাবধানে চলাফেরা করা উচিত। এমন পরিস্থিতির মুখোমুখি হতেই পারেন। তবে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে সরে যাওয়াই ভাল।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy