বিজেপি বিধায়কের আত্মীয়কে পিটিয়ে হত্যা উত্তরপ্রদেশে। —প্রতীকী চিত্র।
উত্তরপ্রদেশে বিজেপি বিধায়কের আত্মীয়কে পিটিয়ে খুনের অভিযোগ। মারধর করা হয়েছে নাবালিকা নাতনি-সহ তাঁর পরিবারের সদস্যদেরও। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তেরা পলাতক।
উত্তরপ্রদেশের পুরাণপুরের বিধায়ক বাবুরাম পাসোয়ান। পিলভীটে তাঁর আত্মীয়ের বাড়িতে শনিবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। নিহতের নাম ফুলচাঁদ (৭০)। অভিযোগ, তাঁর বাড়ির সামনে পৌঁছে চিৎকার করছিল দুষ্কৃতীরা। পাথরও ছোড়া হচ্ছিল বাইরে থেকে। এর পর তারা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। অভিযোগ, ফুলচাঁদের নাবালিকা নাতনিকে টানতে টানতে রাস্তায় বার করে আনা হয়। মারধর করা হয় পরিবারের বাকি সদস্যদেরও।
ঘটনার পর ফুলচাঁদ-সহ ওই পরিবারের আট জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পুরাণপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ৭০ বছরের বৃদ্ধের। তিনি সম্পর্কে বিধায়ক বাবুরামের তুতো ভাই।
পিলভীটের এসপি অবিনাশ পাণ্ডে জানিয়েছেন, দুষ্কৃতীদের সঙ্গে বচসায় ফুলচাঁদের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে খুন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনকে রাতেই পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর গ্রামে উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy