দেশবাসীকে স্বস্তির বার্তা শোনাল ভারতীয় মৌসম ভবন (আইএমডি)। মঙ্গলবার তারা জানাল, চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে প্রায় গোটা দেশে। কিছু জায়গায় স্বাভাবিকের থেকে কম হতে পারে বৃষ্টি।
সরকারি ভাবে দেশে বর্ষা প্রবেশ করে ১ জুন। ওই দিন কেরলে প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সরকারি ভাবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশ থেকে বিদায় নেয় বর্ষা। মৌসম ভবন বলছে, এ বছর প্রায় সারা দেশে বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে। শুধু লাদাখ, উত্তর-পূর্ব ভারত এবং তামিলনাড়ুতে স্বাভাবিকের থেকে কম হবে বৃষ্টি। মৌসম ভবনের সংজ্ঞা অনুযায়ী, ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাত হলে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। চলতি বর্ষায় ১০৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা।
মৌসম ভবন জানিয়েছে, দেশে আসলে যথেষ্ট বৃষ্টিপাতের উপযুক্ত পরিবেশ, পরিস্থিতি রয়েছে। সে কারণেই সদয় হতে চলেছে বর্ষা। কী কী কারণে বর্ষার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তা-ও জানিয়েছে মৌসম ভবন। এল নিনো এবং ইন্ডিয়ান ওশিয়ান ডিপোল (আইওডি) এখন প্রশমিত অবস্থায় রয়েছে। এল নিনো হল উষ্ণ সামুদ্রিক স্রোত, যার প্রভাব পড়ে বিভিন্ন দেশের আবহাওয়ায়। কোনও কোনও বছর মধ্য এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জলস্তর বেশি উষ্ণ হয়ে ওঠে। এর প্রভাবই পড়ে ভারতের বর্ষা এবং বৃষ্টিপাতে। ভারত মহাসাগরের পূর্ব এবং পশ্চিম ভাগের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতার তারতম্য হলে তাকে আইওডি বলে। আইওডি ইতিবাচক হলে ভারতে বৃষ্টি বৃদ্ধি পায়। এই এল নিনো এবং আইওডির প্রভাবেই এ বছর দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আবহবিদেরা জানিয়েছেন, হিমালয় অঞ্চলে বরফের স্তর কম থাকার ফলেও বেশি বৃষ্টিপাতের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে কৃষিপ্রধান দেশ ভারতে। এর ফলে লাভবান হবেন কৃষকেরাই।