প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে ‘হিন্দি চাপিয়ে দেওয়ার নীতি’ নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে তামিলনাড়ু, কর্নাটক-সহ দক্ষিণ ভারতের কয়েকটি অ-বিজেপি শাসিত রাজ্য। এই আবহেই সোমবার উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্য অসম সমস্ত সরকারি কাজে অসমিয়া ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল।
বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর রাজ্যে সমস্ত সরকারি কাজ-কর্মে অসমিয়া ভাষা বাধ্যতামূলক করেছেন। মঙ্গলবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, বরাক উপত্যকার তিনটি জেলা (বাঙালি অধ্যুষিত, শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি) এবং ‘বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিওন’ (বিটিআর)-এর আওতাধীন পাঁচটি জেলা ছাড়া রাজ্য জুড়ে সব সরকারি কাজে অসমিয়া ভাষা বাধ্যতামূলক ভাবে ব্যবহার করা হবে।
মঙ্গলবারই ছিল অসমিয়া নববর্ষ ‘বোহাগ’। সেই উপলক্ষ্যে ইংরেজির পাশাপাশি অসমিয়া ভাষায় প্রকাশিত হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, সমস্ত সরকারি নির্দেশিকা, সরকারি দফতরের ঘোষণাপত্র ও স্মারকলিপি, আইনি পদক্ষেপ, নিয়মাবলী, প্রকল্প নির্দেশিকা, সরকারি আধিকারিক ও কর্মীদের নিয়োগ এবং বদলি সংক্রান্ত আদেশ ইংরেজি এবং অসমিয়া দু’টি ভাষাতেই প্রকাশ হবে। একই ভাবে বরাক উপত্যকার তিনটি জেলায় ইংরেজির সঙ্গে বাংলা এবং বিটিআরের অন্তর্গত পাঁচটি জেলায় ইংরেজির সঙ্গে বাধ্যতামূলক ভাবে বড়ো ভাষায় সমস্ত সরকারি কাজ হবে বলে সে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ) অজয় তিওয়ারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্তও এক্স পোস্টে সরকারি নির্দেশিকার কথা উল্লেখ করেছেন।