Advertisement
০৩ নভেম্বর ২০২৪
National news

রেলমন্ত্রকের সায় মিললে প্ল্যাটফর্মেই এ বার সেরে ফেলুন বিয়ে

প্রেম থেকে বিয়ে সবেরই সাক্ষী থাকতে চলেছে ভারতীয় রেলওয়ে। রেল বাজেট পেশের আগে রেলের মুনাফা বাড়ানোর জন্য প্ল্যাটফর্মকেই বিয়ের মণ্ডপ বানানোর পরিকল্পনা নিল পশ্চিম রেলওয়ে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ১৬:৩৮
Share: Save:

‘ডিডিএলজি’-র রাজ-সিমরান থেকে ‘চেন্নাই এক্সপ্রেসে’র রাহুল-মিনাম্মা, বহু প্রেমের সাক্ষী থেকেছে প্ল্যাটফর্ম। তবে শুধু প্রেমই নয়, এ বার ইচ্ছা হলে বিয়েটাও সেরে ফেলতে পারেন প্ল্যাটফর্মেই। অর্থাৎ প্রেম থেকে বিয়ে সবেরই সাক্ষী থাকতে চলেছে ভারতীয় রেলওয়ে। রেল বাজেট পেশের আগে রেলের মুনাফা বাড়ানোর জন্য প্ল্যাটফর্মকেই বিয়ের মণ্ডপ বানানোর পরিকল্পনা নিল পশ্চিম রেলওয়ে। চলতি সপ্তাহেই এই পরিকল্পনার কথা রেলমন্ত্রকে চিঠি দিয়ে জানাতে চলেছে পশ্চিম রেলওয়ে।

তবে মন্ত্রকের সায় মিললেও দেশের সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব নয়। শুধুমাত্র দেশের খুব বড় কয়েকটি প্ল্যাটফর্মেই এই ব্যবস্থা করা সম্ভব। প্রাথমিক ভাবে সুরাট স্টেশনকেই বেছে নেওয়া হয়েছে। নজরে রয়েছে মহারাষ্ট্রের নাভাপুর স্টেশনও।

পশ্চিম রেলওয়ের এক কর্তা জানান, সুরাট স্টেশন আকারে খুব বড়। বিশেষ করে ৪ নম্বর প্ল্যাটফর্মে খুব একটা ট্রেন যাতায়াত করে না। বিয়ের মতো এরকম একটা অনুষ্ঠান চললেও রেলযাত্রীদের কোনও অসুবিধা হবে না। জুন, সেপ্টেম্বর, অক্টোবর এবং ডিসেম্বরে বিয়ের মরসুমগুলোতে এই সুযোগ কাজে লাগিয়েই লাভ তুলে নিতে চাইছে রেল। তবে সর্বাধিক কতজনের জন্য এই আয়োজন করা যেতে পারে বা প্ল্যাটফর্মের কোন দিকটাকে বেছে নেওয়া হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। মন্ত্রকের সবুজ সঙ্কেত পেয়েই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভাবনাচিন্তা শুরু করবে রেল।

যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর না দিয়ে, ট্রেনের সংখ্যা না বাড়িয়ে হঠাৎ এমন ভিন্ন উপায়ে লাভ কেন করতে চাইছে রেল?

সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথমেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। যার সঙ্গে রেল বাজেটও পেশ করা হবে। ভাড়া বাড়ানো ছাড়া রেল আর কী কী উপায়ে মুনাফা করতে পারে তা জানতে চেয়ে ১৬টি রেলওয়ে জোন-কে চিঠি পাঠিয়েছিল রেলমন্ত্রক। সুরাটে বেশ কয়েকবার প্ল্যাটফর্মে বিয়ের অনুষ্ঠান করতে চেয়ে আবেদন করেছিলেন জনগণ। পশ্চিম রেলওয়ের ম্যানেজার মুকুল জৈন জানান, সেই চাহিদার কথা মাথায় রেখেই এমন পরিকল্পনার কথা মন্ত্রককে জানানো হয়েছে।

রেলওয়ে প্ল্যাটফর্মকে বিয়ে বা পার্টির জন্য ভাড়া দেওয়ার রীতি অবশ্য বিদেশে রয়েছে। যেমন লন্ডনের কিঙ্গ’স ক্রস স্টেশন। তবে রেলমন্ত্রকের সায় মিললে ভারতে এই ব্যবস্থা প্রথম হবে।

আরও পড়ুন: জন্মদিনটা নিশ্চিত নয়, মৃত্যুদিনটা খোদাই হয়ে রইল ভারতীয় সিনেমার ইতিহাসে

অন্য বিষয়গুলি:

Indian railway Wedding Rail budget
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE