সীমান্ত টপকে তিন পাক সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছে এ দেশে। দিল্লি, গোয়া বা মুম্বইতে আত্মঘাতী হামলা চালানোই উদ্দেশ্য তাদের। বুধবার এমনটাই দাবি করলেন পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) এইচ এস ধিলোঁ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দিল্লি পুলিশের স্পেশাল সেলের তথ্য অনুযায়ী বুধবার একটি ধুসর রঙের মারুতি সুইফ্ট চেপে বানিহাল টানেল টপকেছে তারা। সঙ্গে সম্ভবত এক স্থানীয় বাসিন্দাও ছিলেন।
এই মর্মে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। পঞ্জাবের সমস্ত ধর্মীয় স্থান, ঘন বসতিপূর্ণ অঞ্চল, বাজার, শপিং মল, রেলওয়ে স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন চেক পয়েন্টে যাতায়াত করা গাড়িগুলির তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-সঙ্ঘ-সীমাতেই মুসলিম মন ছোঁয়ার চেষ্টা
গত ৯ মাসে দু’বার ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছে পঞ্জব। গত ২ জানুয়ারি পঠানকোটের বায়ু সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ৭ জওয়ানের। গত বছর ২৭ জুলাই দিনানগরে সন্দেহভাজন পাক জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছিলেন ৭ জন সাধারণ মানুষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy