উন্নয়নের কাজ আটকাচ্ছে যারা, তাদের সন্ত্রাস-যোগ রয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একটি তামিল সংবাদপত্রকে দেওয়া ই-মেল সাক্ষাৎকারে মোদী এই দাবি করেছেন। জানিয়েছেন, এ ব্যাপারে সরকারের কাছে প্রমাণও রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণ সম্প্রতি দাবি করেছিলেন, এই মুহূর্তে তামিলনাড়ুতে বেশ কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী সক্রিয়। বিভিন্ন প্রকল্পের বিষয়ে জনতার মনে ভীতির সৃষ্টি করছে তারা। এ নিয়েই প্রশ্ন করা হয়েছিল মোদীকে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই ধরনের লোকেদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে। এর প্রমাণও রয়েছে। আর এটা শুধু আমিই বলছি না, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও একই কথা বলেছিলেন। জানিয়েছিলেন, বিদেশি কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কুড়ানকুলামে পরমাণু শক্তি কেন্দ্র নিয়ে বিক্ষোভ ছড়ানোর চেষ্টা করছে। উনি ঠিক কথাই বলেছিলেন।’’
সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেন, দুর্নীতিতে সব থেকে এগিয়ে তামিলনাড়ু। মোদীকে এ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর জবাব, ‘‘আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। দুর্নীতি যেখানেই হোক, লড়ব। স্বাধীনতার পর থেকে আর কোনও সরকার দুর্নীতির বিরুদ্ধে আমাদের মতো লড়াই করেনি।’’ প্রধানমন্ত্রীর মতে, তামিলনাড়ু সরকার দুর্নীতি আটকাতে কী পদক্ষেপ করছে, রাজ্যের মানুষের তা জানার অধিকার রয়েছে।
তামিল রাজনীতির ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন মোদী। দক্ষিণী তারকা রজনীকান্তের সঙ্গে বিজেপির সমঝোতা হবে কি না, সে প্রশ্নে জানান, এই ধরনের অনুমান নির্ভর প্রশ্নে তাঁর জবাব আশা করা ঠিক নয়। বরং লোকসভা ভোটে সে রাজ্যে একা লড়ে বিজেপির একটি আসন ছিনিয়ে নেওয়াকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন মোদী। তাঁর মন্তব্য, ‘‘আমাদের এই সাফল্য কোনও অংশে কম নয়। তামিলনাড়ুর কোনও কোনও এলাকায় দীর্ঘ দিন থেকেই বিজেপির প্রতি মানুষের জোরালো সমর্থন রয়েছে। এই এলাকাগুলি এখন বিস্তৃত হচ্ছে। অনেক দিন ধরেই রাজ্যে মানুষ তাঁদের পছন্দকে সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু যুবসমাজ এখন বিকল্পের খোঁজ করছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy