সাফল্য পেতে যে পরিশ্রমের বিকল্প নেই সেটা প্রমাণ করে দেখিয়েছেন এঁরা। প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়ে পৌঁছেছেন সাফল্যের সিঁড়িতে। কখনও শরীরের সঙ্গে যুঝে, কখনও বা আর্থিক অনটনকে তুড়ি মেরে উড়িয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন। শোনা যাক এমনই কয়েকজন সফল আইএএস ও আইপিএস অফিসারের কঠিন লড়াইয়ের গল্প।
হাসান সাফিন: বাবার শ্রমিকের কাজ। মা রুটি তৈরি করে তার পড়ার খরচ জোগান। কিন্তু,আইএএস হওয়ার স্বপ্ন ছাড়েননি গুজরাতের প্রত্যন্ত গ্রামের হাসান। এ ভাবেই একদিন নজরে পড়ে যান এক স্থানীয় ব্যবসায়ীর। তাঁর অর্থ সাহায্যেই দু’বছর দিল্লিতে থেকে পড়াশনা করে ২০১৭ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় ৫৭০তম স্থান দখল করেন হাসান।