সূচনা: নতুন দল ঘোষণা করলেন শাহ ফয়সল। সঙ্গে প্রাক্তন ছাত্রনেত্রী শেলা রশিদ। রবিবার শ্রীনগরে। ছবি: পিটিআই ।
শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সমস্যার সমাধানের চেষ্টা করাই তাঁর মূল লক্ষ্য বলে মনে করেন শাহ ফয়সল। আজ শ্রীনগরের রাজবাগে তাঁর নতুন দলের পথ চলা শুরুর আগে ফয়সল বলেন, ‘‘ভারত-পাকিস্তান ও দিল্লি-শ্রীনগরের মধ্যে নতুন সেতু হয়ে ওঠার চেষ্টা করবে আমার দল।’’ এ দিন আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেত্রী শেলা রশিদ।
সিভিল সার্ভিস ছেড়ে রাজনীতির পথে হেঁটেছেন ফয়সল। কাশ্মীরে নরেন্দ্র মোদী সরকারের নীতির প্রতিবাদ করেই ইস্তফা দিয়েছিলেন তিনি। এই মেধাবী তরুণ ন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়। কিন্তু পরে ফয়সল জানান, তাঁর চলার পথ স্থির করবেন কাশ্মীরের মানুষই। আজ নতুন দল ‘জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্ট’-এর যাত্রা শুরুর সময়ে ফয়সল বলেন, ‘‘সিভিল সার্ভিসে থাকার সময়ে ভাবতাম উন্নয়ন দিয়ে কাশ্মীরের সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু পরে দেখলাম তরুণ প্রজন্ম বিরূপ হয়ে থাকলে, মা-বোনের সম্মান সুরক্ষিত না হলে কাশ্মীরে কোনও পরিবর্তন আসবে না।’’ তিনি যে একটি বিশেষ রাজনৈতিক দলে যোগ দেওয়ার কথা ভেবেছিলেন তা স্বীকার করে নিয়েছেন ফয়সল। তাঁর বক্তব্য, ‘‘তখনই অনেকে আমাকে গালিগালাজ শুরু করেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। তরুণদের একাংশ আমাকে বুঝিয়ে দিলেন, কোনও পুরনো দলে যোগ দিলে আমি সংসদে নির্বাচিত হতে পারি। কিন্তু পাঁচ বছর পরে কেউ আমার নামও মনে রাখবে না।’’
ফয়সলের বক্তব্য, ‘‘মূলস্রোতের রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করি কাশ্মীর মূলত দু’দেশের বিবাদের বিষয়। কাশ্মীরিদের ভাবনাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের আশা, দু’দেশ ও শ্রীনগর-দিল্লির মধ্যে নয়া সেতু হয়ে উঠবে এই দল।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
রাজনৈতিক জীবনে অরবিন্দ কেজরীবাল ও ইমরান খানের কাছ থেকে অনুপ্রেরণা নেন ফয়সল। তাঁর বক্তব্য, ‘‘ওঁরা দু’জনেই বারবার ব্যর্থ হয়েছেন। কিন্তু বিশ্বাসে অবিচল থেকেছেন। যাঁরা এক সময়ে আমাকে নিজেদের দলে যোগ দিতে অনুরোধ করেছিলেন তাঁরাই এখন বলছেন আমার দল বিজেপি-আরএসএসেরই সংগঠন। সময়ই বলবে এই দল কার মুখ ও কতটা শক্তিশালী।’’ শেলা শ্রীনগর লোকসভা কেন্দ্রে এই দলের প্রার্থী হতে পারেন বলে নানা সূত্রে দাবি করা হয়েছিল। শেলা আজ বলেন, ‘‘আমি ভোটে লড়ব কি না তা এখনও স্থির হয়নি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy