ছবি: সংগৃহীত।
মন্ত্রী-আমলা হলেও তাঁরা আমজনতা। তাই আমজনতার মতোই গাড়িতে লালবাতি ব্যবহার করবেন না মন্ত্রী-আমলারা। পঞ্জাবে সরকার গড়ার পর এমন পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী অমরিন্দ্র সিংহ। শনিবার ক্যাবিনেটের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিংহ বাদল জানিয়েছেন, লালবাতি বন্ধ করা ছাড়াও কোনও অনুষ্ঠানে ফিতে কাটা বা ভিত্তিপ্রস্তর স্থাপনেও যাবেন না মুখ্যমন্ত্রী-সহ সরকারের শীর্ষ আমলা ও মন্ত্রীরা। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, একশো বা দু’শো কোটির মতো বড়সড় প্রকল্পের ভিত্তিপ্রস্তরেও মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের নাম লেখা যাবে না। বরং তার বদলে ভিত্তিপ্রস্তরে লেখা থাকবে, করদাতাদের টাকায় এই প্রকল্প তৈরি করা হয়েছে।
আরও পড়ুন
কে এই যোগী? আগাগোড়া ‘হট-ফেভারিট’ না হয়েও শেষবেলায় মুখ্যমন্ত্রী!
ক্যাবিনেটের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়াও পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে মহিলাদের আসন সংরক্ষণ-সহ কর্মসংস্থানের বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে।
বৈঠকে ক্যাবিনেটের মন্ত্রীরা। ছবি: টুইটার।
গত ১৬ মার্চ পঞ্জাবে ক্ষমতায় আসে কংগ্রেস সরকার। ১১৭ আসনের বিধানসভায় ৭৭টি আসন দখল করে তারা। গত ২০১৫-তে দিল্লিতে ক্ষমতায় আসার পর একই ভাবে মন্ত্রীদের গাড়িতে লালবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে অরবিন্দ কেজরীবাল সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy