Advertisement
০৩ নভেম্বর ২০২৪

নিরাপত্তা পরিষদে তিন বাধা ভারতের

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন লাভের চেষ্টা ধাক্কা খেল। কারণ আমেরিকা, রাশিয়া এবং চিন নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত আলোচনা প্রক্রিয়ার বিরোধিতা করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন পাওয়ার ব্যাপারে সমর্থনের কথা বলেছিলেন। ভারতের স্থায়ী আসন পাওয়ার দাবিকে সমর্থন জানিয়েছিল রাশিয়াও। কিন্তু এখন চিনের সঙ্গে এই দুই দেশের গলাতেও উল্টো সুর।

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:৫০
Share: Save:

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন লাভের চেষ্টা ধাক্কা খেল। কারণ আমেরিকা, রাশিয়া এবং চিন নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত আলোচনা প্রক্রিয়ার বিরোধিতা করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন পাওয়ার ব্যাপারে সমর্থনের কথা বলেছিলেন। ভারতের স্থায়ী আসন পাওয়ার দাবিকে সমর্থন জানিয়েছিল রাশিয়াও। কিন্তু এখন চিনের সঙ্গে এই দুই দেশের গলাতেও উল্টো সুর।

নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রেসিডেন্ট স্যাম কুটেসা খসড়া প্রস্তাব বিলি করেন সদস্য দেশগুলির মধ্যে। তার উপর ভিত্তি করেই আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তা সমর্থন করেনি আমেরিকা, রাশিয়া ও চিন।

কুটেসাকে লেখা চিঠিতে রাষ্ট্রপুঞ্জের মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জানান, নীতিগত ভাবে আমেরিকা নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যপদ সম্প্রসারণের বিরোধী নয়। স্থায়ী সদস্যপদের সম্প্রসারণের ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা-সহ রাষ্ট্রপুঞ্জের অন্যান্য লক্ষ্যের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলির আগ্রহ এবং সক্ষমতাকেও মাথায় রাখতে হবে। সামান্থা জানান, ভেটো ক্ষমতার ক্ষেত্রে কোনও সম্প্রসারণ বা বদল আমেরিকা চায় না। রাশিয়াও জানিয়েছে, ভেটো ক্ষমতা-সহ নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্যদের অধিকার বহাল রাখতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE