Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Barak Valley

বরাকে ফের দাবি উঠল লোকাল ট্রেন চালানোর

বিজেপি জেলা কমিটির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী বলেন, লোকাল ট্রেন চলাচল শুরু হলে প্রচুর মানুষ বেঁচে যাবেন৷

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৫:৪৮
Share: Save:

বরাক উপত্যকায় লোকাল ট্রেন চালানোর দাবি জোরদার হচ্ছে৷ কয়েক দিনে এক গুচ্ছ স্মারকপত্র গিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের কাছে৷ এসইউসিআই যেমন দফায় দফায় দেখা করেছে স্থানীয় রেলকর্তাদের সঙ্গে, তেমনি শাসক বিজেপির বিভিন্ন স্তরের নেতারা এ নিয়ে চিঠি লিখছেন, কথা বলছেন৷ স্মারকলিপি পাঠিয়েছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনও৷

শুক্রবার লামডিং থেকে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যোগেন্দ্র সিংহ লখরা শিলচর স্টেশন পরিদর্শনে আসেন৷ সঙ্গে ছিলেন এরিয়া ম্যানেজার এস উমেশ৷ বিজেপি নেতারা তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ দাবি করেন, শিলচর থেকে করিমগঞ্জ, ভৈরবী, মহীশাসন, আগরতলা, ধর্মনগর ট্রেনগুলি চালানোর জন্য৷ ডিআরএম ইঙ্গিত দেন, এ নিয়ে ইতিমধ্যে তাঁরা অনেকটা এগিয়ে গিয়েছেন৷ আগামী কিছু দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। বিজেপি জেলা কমিটির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী বলেন, লোকাল ট্রেন চলাচল শুরু হলে প্রচুর মানুষ বেঁচে যাবেন৷ অনেকে কাজকর্ম ফিরে পাবেন।

অন্য বিষয়গুলি:

Barak Valley Local Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy