Advertisement
০৫ অক্টোবর ২০২৪

গৌতম, মন্দিরার সঙ্গে সভা রাহুলের

মা-বাবাকে সঙ্গে নিয়ে ভোট-যুদ্ধের মনোনয়ন দাখিল করলেন আলগাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল রায়।আজ হাইলাকান্দি জেলার প্রথম কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন তিনি। তার আগে হাইলাকান্দি খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন রাহুলবাবু। ওই সভায় তাঁরা মা তথা আলগাপুরের প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়, অসমের প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী গৌতম রায় এবং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এনামউদ্দিন লস্কর-সহ অন্যান্য কংগ্রেস নেতা হাজির ছিলেন।

সভামঞ্চে রাহুল রায়ের সঙ্গে গৌতম ও মন্দিরা রায়। বৃহস্পতিবার হাইলাকান্দিতে। ছবি: অমিত দাস।

সভামঞ্চে রাহুল রায়ের সঙ্গে গৌতম ও মন্দিরা রায়। বৃহস্পতিবার হাইলাকান্দিতে। ছবি: অমিত দাস।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০৩:৪০
Share: Save:

মা-বাবাকে সঙ্গে নিয়ে ভোট-যুদ্ধের মনোনয়ন দাখিল করলেন আলগাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল রায়।আজ হাইলাকান্দি জেলার প্রথম কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন তিনি। তার আগে হাইলাকান্দি খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন রাহুলবাবু। ওই সভায় তাঁরা মা তথা আলগাপুরের প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়, অসমের প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী গৌতম রায় এবং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এনামউদ্দিন লস্কর-সহ অন্যান্য কংগ্রেস নেতা হাজির ছিলেন।

এ দিন আলগাপুরের গোলালিয়ার পীরের মোকান থেকে রাহুল রায়কে নিয়ে মিছিল করেন তাঁর অনুগামীরা। মাঝরাস্তায় আলগাপুরের প্রয়াত অগপ নেতা শহিদুল আলম চৌধুরীর সমাধিতে প্রার্থনা করেন রাহুলবাবু। হাইলাকান্দির মেলার মাঠে শতাধিক গাড়ির মিছিল নিয়ে পৌঁছন তিনি।

গৌতমবাবু ওই জনসভায় বলেন, ‘‘রাহুল এখন অনেক পরিণত নেতা। আমি জেলার রাজনীতির অনেক দায়িত্ব ওঁর হাতে তুলে দিয়েছি। আপনারাও রাহুলের হাতে আলগাপুরের দায়িত্ব নিশ্চিন্তে তুলে দিতে পারেন।’’ তিনি বিজেপি ও এআইইউডিএফ-এর সমালোচনা করে বলেন, ‘‘আলগাপুরে বদরউদ্দিন আজমলের দল গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে।’’ মন্দিরাদেবী বলেন, ‘‘আমি আমার ছেলের জন্য আলগাপুরে প্রার্থী হওয়ার আবেদন করিনি।’’ রাহুলবাবু আশ্বাস দেন, ভোটে জিতলে আলগাপুরের তাঁর মায়ের শুরু করা অসমাপ্ত

কাজগুলি শেষ করবেন। এর পর রাহুলবাবু হাইলাকান্দির জেলাশাসকের দফতরে পৌঁছন।

এ দিন কাটলিছড়ার বিজেপি প্রার্থী রাজকুমার দাস, এআইইউডিএফ প্রার্থী সুজামউদ্দিন লস্কর এবং আলগাপুরের এআইইউডিএফ প্রার্থী নিজামউদ্দিন লস্কর-সহ ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE