Advertisement
০৪ নভেম্বর ২০২৪

কাজের দিন ছেঁটে খরচ কমানোর প্রস্তাব

নোট বাতিলের ধাক্কা সামলাতে কারখানায় কাজের দিন কমানোর কথা ভাবছে শিল্পনগরী নয়ডা। সপ্তাহে ছ’দিনের বদলে কারখানা খোলা থাকবে পাঁচ দিন। শিল্পোদ্যোগীদের দাবি, এতে শ্রমিকদের ঘরে ফেরার কিছুটা হলেও আটকানো যাবে।

অঞ্জন সাহা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০২:৪০
Share: Save:

নোট বাতিলের ধাক্কা সামলাতে কারখানায় কাজের দিন কমানোর কথা ভাবছে শিল্পনগরী নয়ডা। সপ্তাহে ছ’দিনের বদলে কারখানা খোলা থাকবে পাঁচ দিন। শিল্পোদ্যোগীদের দাবি, এতে শ্রমিকদের ঘরে ফেরার কিছুটা হলেও আটকানো যাবে।

দিল্লির লাগোয়া শহর ‘নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটি’ সংক্ষেপে নয়ডা। উত্তরপ্রদেশের এই শিল্পশহরে প্রায় ৮ হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্প। নোট বাতিলের পর থেকেই শুরু হয়েছে সঙ্কট। সব থেকে চাপে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কারখানাগুলিতে উৎপাদন ধাক্কা খেয়েছে।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সপ্তাহে কাজের দিন কমানোর প্রস্তাব‌ দিয়েছে শিল্পোদ্যোগীদের সংগঠন ‘নয়ডা অন্ত্রোপ্রনর অ্যাসোসিয়েশন’ বা এনইএ। সংগঠনের সভাপতি বিপিন মোহনের যুক্তি, ‘‘এতে কারখানা চালানোর খরচ কমবে। নোট বাতিলে যে চাপ সৃষ্টি হয়েছে, তা সামলানো যাবে।’’

নয়ডার যে শিল্প সংস্থাগুলিতে কাজ করেন কয়েক লক্ষ শ্রমিক। কিন্তু শিল্পোদ্যোগীদের সংগঠনের মতে, তাঁদের নতুন উদ্যোগ শ্রমিক-কর্মচারীদের ঘরে ফেরার সম্ভাবনা অনেকটাই আটকে দিতে পারে। ৮০০০ শিল্প সংস্থার মধ্যে এনইএ-র সঙ্গে জড়িয়ে প্রায় ১৬০০ সংস্থা। এনইএ-র সভাপতির ব্যাখ্যা, ‘‘কারখানার খরচ কমলে শ্রমিক-কর্মীদের স্বার্থও সুরক্ষিত থাকবে।’’

নয়ডার ‘প্রিয়া প্লাস্টিক’ সংস্থার কর্ণধার ভি কে শেঠ জানান, কর্মীদের মাসিক বেতন দেওয়া হয়। তাঁর যুক্তি, ‘‘বরাত কমে যাওয়ায় কারখানার খরচ মিটিয়ে সব দিক সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এক দিন কাজ না হলে খরচ কমবে।’’ এনইএ-র কর্তারা জানাচ্ছেন, নয়ডার বিভিন্ন শিল্প সংস্থা কিছু দিন ধরে কাজের দিন কমানোর প্রস্তাব দিচ্ছিল। তাই সপ্তাহে পাঁচ দিন কাজের প্রস্তাব। এই নিয়ে শ্রম মন্ত্রকের সঙ্গে কথা বলবে শিল্পোদ্যোগীদের সংগঠন। যদিও বিষয়টি কোনও শিল্প সংস্থার জন্য বাধ্যতামূলক নয়। ওই পাঁচ দিনে রোজ আট ঘণ্টার বদলে শ্রমিক-কর্মচারীদের ন’ঘণ্টা কাজ করানোর প্রস্তাব রয়েছে শিল্পোদ্যোগীদের।

অন্য বিষয়গুলি:

Noida Banned Notes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE