সুনন্দা পুষ্করের মৃত্যুর তদন্তে এফবিআই ল্যাবের প্রাথমিক রিপোর্ট এল দিল্লি পুলিশের হাতে। রিপোর্টে পোলোনিয়াম বা অন্য কোনও তেজস্ক্রিয় পদার্থের বিকিরণে সুনন্দার মৃত্যুর সম্ভাবনা খারিজ করে দেওয়া হয়েছে।
দিল্লি পুলিশের প্রধান বিএস বাসসি সাংবাদিকদের জানিয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুরের স্ত্রী সুনন্দার মৃত্যু নিয়ে এফবিআই-এর বিস্তারিত ফরেনসিক রিপোর্ট এখনও হাতে আসেনি।
২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির এক বিলাসবহুল হোটেলে সুনন্দার মৃতদেহ উদ্ধার হয়। কোনও না কোনও ধরনের বিষক্রিয়াতেই তাঁর মৃত্যু হয়েছিল বলে পুলিশের ধারণা। এমন কী তেজস্ক্রিয় বিকিরণেও সুনন্দার মৃত্যু ঘটতে পারে বলে সন্দেহ ছিল পুলিশের। সে সম্ভাবনা অবশ্য খারিজ করে দিল মার্কিন তদন্তকারী সংস্থার প্রথম ফরেনসিক রিপোর্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy