Advertisement
০২ নভেম্বর ২০২৪

সড়কে মদ নিষেধাজ্ঞায় সমর্থন নীতীশের

হাইওয়ের ধারে কাছে মদ বিক্রি বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০৪:০২
Share: Save:

হাইওয়ের ধারে কাছে মদ বিক্রি বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত কালই সুপ্রিম কোর্ট জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলির ধারে সমস্ত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে। উচ্চতম আদালতের নির্দেশ, হাইওয়ের ৫০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান বা বার চালানো যাবে না। সারা বিহারে মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন নীতীশ। স্বভাতই তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে উৎফুল্ল। তাঁর বক্তব্য, ‘‘জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে কিছু দিন আগেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীকে এই মর্মেই পরামর্শ দিয়েছিলাম।’’ বিহারে মদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে

মামলা ঝুলে আছে। পটনা হাইকোর্ট সরকারি নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা খারিজ করে দেয়। এই নিষেধাজ্ঞা জারির অধিকার রাজ্যের আছে কি না তা নিয়েও হাইকোর্ট প্রশ্ন তোলে। রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। মামলার চূড়ান্ত রায় হতে এখনও দেরি। তার আগে হাইওয়ে সংলগ্ন এলাকায় মদের উপর এই নিষেধাজ্ঞা তাৎপর্যপূর্ণ।

অন্য বিষয়গুলি:

Nitish Kumar Supreme Court Liquor Ban
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE