Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lok Sabha Suspension

লোকসভা থেকে সাসপেন্ড আরও তিন বিরোধী সাংসদ, মোট সংখ্যা বেড়ে ১৪৬! এ বার কারা সাজা পেলেন?

লোকসভা থেকে বৃহস্পতিবার আরও তিন জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করেছেন স্পিকার ওম বিড়লা। তাঁদের বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ রয়েছে।

লোকসভার স্পিকার ওম বিড়লা বৃহস্পতিবার আরও তিন জন সাংসদকে সাসপেন্ড করেছেন।

লোকসভার স্পিকার ওম বিড়লা বৃহস্পতিবার আরও তিন জন সাংসদকে সাসপেন্ড করেছেন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৬:১৭
Share: Save:

লোকসভা থেকে আরও তিন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হল বৃহস্পতিবার। স্পিকার ওম বিড়লা লোকসভায় অসংসদীয় আচরণের জন্য ওই সাংসদদের সাসপেন্ড করেছেন। এই নিয়ে লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদের মোট সংখ্যা‌ বেড়ে হল ১৪৬।

এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সদস্যেরা দিল্লির রাস্তায় সরকার বিরোধী একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। সংসদ থেকে বিজয় চক পর্যন্ত হেঁটেছিলেন বিরোধীরা। তার কয়েক ঘণ্টা পরেই তিন সাংসদকে সাসপেন্ড করার কথা জানান‌ স্পিকার।

বৃহস্পতিবার লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন কংগ্রেসের ডিকে সুরেশ, দীপক বৈজ এবং নকুল নাথ। ডিকে সুরেশ বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্রের কংগ্রেস সাংসদ। তিনি বর্ষীয়ান নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই। দীপক বৈজ হলেন ছত্তীসগঢ়ের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বস্তারের সাংসদ। এ ছাড়া, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া কেন্দ্রের সাংসদ নকুল নাথও রয়েছেন সাসপেন্ড সাংসদদের তালিকায়।

গত ১৩ ডিসেম্বর সংসদ হানার ঘটনার পর থেকে একের পর এক বিরোধী সাংসদ লোকসভা থেকে সাসপেন্ড হচ্ছেন। লোকসভার নিরাপত্তায় গলদ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ওই ঘটনা নিয়ে সভায় আলোচনার দাবিও তোলেন। তার জেরে লোকসভায় গোলমাল হয়। অসংসদীয় আচরণের অভিযোগ ওঠে একাধিক সাংসদের বিরুদ্ধে। স্পিকার তাঁদের সাসপেন্ড করেন। গত কয়েক দিনে পর পর সাসপেন্ডের ফলে লোকসভা প্রায় বিরোধীশূন্য হয়ে গিয়েছে। যাতে সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। এর মাঝে কার্যত বিরোধীশূন্য লোকসভায় বুধবার পাশ হয়ে গিয়েছে নতুন টেলিকম বিল।

এই ঘটনার সমালোচনা করে বিরোধীদের অভিযোগ, সরকার পক্ষ সংসদে বিরোধী কোনও সদস্যকে চায় না। তাই তাদের অনুুপস্থিতিতে বিল পাশ করানো হচ্ছে। একে ‘ক্রিকেট মাঠে কোনও ফিল্ডার ছাড়া ব্যাটিং করা’র সঙ্গে তুলনা করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Lok Sabha parliament suspension mps
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE