Advertisement
০৩ নভেম্বর ২০২৪
National News

‘গডসে গাঁধীকে খুন করেছিলেন, প্রজ্ঞা খুন করেছেন গাঁধীর আত্মাকে’, বললেন কৈলাস সত্যার্থী

গত বছর নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বিজয়া দশমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন সত্যার্থী।

নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী। -ফাইল ছবি।

নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০১৯ ১৬:৪১
Share: Save:

মহাত্মা গাঁধীর আততায়ী নাথুরাম গডসেকে নিয়ে বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন এ বার নোবেল শান্তি পুরস্কার জয়ী শিশু অধিকার রক্ষা কর্মী কৈলাস সত্যার্থীও। বললেন, ‘‘গডসে শরীরী গাঁধীকে শেষ করে দিয়েছিলেন। কিন্তু প্রজ্ঞার মতো ব্যক্তিরা গাঁধীর আত্মাকে, ভারতের অহিংসা, শান্তি ও সহনশীলতাকে খুন করছেন।’’ গত বৃহস্পতিবার প্রজ্ঞা নাথুরাম গডসেকে এক জন ‘দেশপ্রেমিক’ বলেন।

গত বছর নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বিজয়া দশমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন সত্যার্থী। সেই সত্যার্থীই প্রজ্ঞার মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন ‘‘মহাত্মা গাঁধী সব দল আর রাজনীতির ঊর্ধ্বে। গডসে খুন করেছিলেন শরীরের গাঁধীকে। আর প্রজ্ঞার মতো ব্যক্তিরা সেই গাঁধীর আত্মাকে তো বটেই খুন করছেন ভারতের অহিংসা শান্তি ও সহনশীলতার আদর্শকে। বিজেপি নেতাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা উচিত। আর অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত এই ধরনের ব্যক্তিদের। তাতে রাজধর্ম পালন করা হবে।’’ गोडसे ने गांधी के शरीर की हत्या की थी परंतु प्रज्ञा जैसे लोग उनकी आत्मा की हत्या के साथ अहिंसाशांति सहिष्णुता और भारत की आत्मा की हत्या कर रहे हैं।गांधी हर सत्ता और राजनीति से ऊपर हैं।भाजपा नेतृत्व छोटे से फ़ायदे का मोह छोड़ कर उन्हें तत्काल पार्टी से निकाल कर राजधर्म निभाए। (_) প্রজ্ঞা গত বৃহস্পতিবার বলেছিলেন ‘‘গডসে এক জন দেশপ্রেমিক ছিলেন। দেশপ্রেমিক আছেন। দেশপ্রেমিকই থাকবেন। গডসেকে যাঁরা সন্ত্রাসবাদী বলেন তাঁরা নিজেকে প্রশ্ন করুন জবাবটা তাঁরা এই নির্বাচনেই পেয়ে যাবেন।’’

প্রজ্ঞা গত বৃহস্পতিবার বলেছিলেন ‘‘গডসে এক জন দেশপ্রেমিক ছিলেন। দেশপ্রেমিক আছেন। দেশপ্রেমিকই থাকবেন। গডসেকে যাঁরা সন্ত্রাসবাদী বলেন তাঁরা নিজেকে প্রশ্ন করুন জবাবটা তাঁরা এই নির্বাচনেই পেয়ে যাবেন।’’

গত বছর নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বিজয়া দশমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন সত্যার্থী। সেই সত্যার্থীই প্রজ্ঞার মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন ‘‘মহাত্মা গাঁধী সব দল আর রাজনীতির ঊর্ধ্বে। গডসে খুন করেছিলেন শরীরের গাঁধীকে। আর প্রজ্ঞার মতো ব্যক্তিরা সেই গাঁধীর আত্মাকে তো বটেই খুন করছেন ভারতের অহিংসা শান্তি ও সহনশীলতার আদর্শকে। বিজেপি নেতাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা উচিত। আর অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত এই ধরনের ব্যক্তিদের। তাতে রাজধর্ম পালন করা হবে।’’ गोडसे ने गांधी के शरीर की हत्या की थी परंतु प्रज्ञा जैसे लोग उनकी आत्मा की हत्या के साथ अहिंसाशांति सहिष्णुता और भारत की आत्मा की हत्या कर रहे हैं।गांधी हर सत्ता और राजनीति से ऊपर हैं।भाजपा नेतृत्व छोटे से फ़ायदे का मोह छोड़ कर उन्हें तत्काल पार्टी से निकाल कर राजधर्म निभाए। (_)

আরও পড়ুন- গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, থাকবেন! ফের বিতর্কিত মন্তব্য প্রজ্ঞার​

আরও পড়ুন- ‘লোকদেখানো’ শাস্তি ৩ নেতা ও সাধ্বী প্রজ্ঞার​

গডসেকে নিয়ে প্রজ্ঞা ওই কথা বলেছিলেন দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক কমল হাসনের একটি মন্তব্যের জেরে। কমল বলেছিলেন, ‘‘গডসেই স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী। আর তিনি এক জন হিন্দু ছিলেন।’’

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাধ্বীর ওই মন্তব্যের কড়া সমালোচনা করার পর নড়েচড়ে বসেন বিজেপি নেতৃত্ব। সাধ্বীর ওই মন্তব্যের জন্য টুইট করে দুঃখ প্রকাশ করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সাধ্বীর সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বলেন, ‘‘ওই মন্তব্যের জন্য কোনও দিনই ক্ষমা করতে পারব না প্রজ্ঞাকে।’’

পরে তাঁর মন্তব্যের জন্য টুইট করে ক্ষমা চান সাধ্বী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE