Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Yogi Adityanath

টুন্ডে কাবাব না মিলুক, গুন্ডাও তো মিলবে না, আদিত্যনাথের সমর্থনে টুইট মহম্মদ কাইফের

উত্তরপ্রদেশের তখতে বসেই বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে তেমন ভাবে সুর না চড়ালেও ঠাট্টা করতে ছাড়ছেন না বিরোধীরা। কংগ্রেসের এক নেতা বলছেন, আদিত্যনাথ রাজ্যটাকেই নিরামিষাশী বানাতে চাইছেন।

যোগীর সমর্থনে কাইফ

যোগীর সমর্থনে কাইফ

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৩:৪২
Share: Save:

উত্তরপ্রদেশের তখতে বসেই বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে তেমন ভাবে সুর না চড়ালেও ঠাট্টা করতে ছাড়ছেন না বিরোধীরা। কংগ্রেসের এক নেতা বলছেন, আদিত্যনাথ রাজ্যটাকেই নিরামিষাশী বানাতে চাইছেন। তো কেউ আবার রসিকতা করে বলছেন, যোগীর কাছে বাঘ-সিংহকেও নিরামিষাশী বানানোর মন্ত্র রয়েছে। এমনও খবর ছড়ায় যে, যথেষ্ট বাফ না পাওয়ায় খদ্দের হচ্ছে না লখনউয়ের বিখ্যাত টুন্ডে কাবাবের। এ হেন অবস্থায় আদিত্যনাথের সমর্থনে এগিয়ে এলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। টুইট করে কাইফ জানান, টুন্ডে কাবাব মিলবে কি মিলবে না, জানি না, কিন্তু উত্তরপ্রদেশে একটাও গুন্ডা মিলবে না।

আরও পড়ুন- স্বঘোষিত গোরক্ষক, নীতিপুলিশদের কড়া হাতে দমনের নির্দেশ যোগীর

!

বেআইনী কসাইখানা বন্ধ হওয়ার নির্দেশ কার্যকর হওয়ায় রাজ্যে মহিষের মাংস জোগান কমেছে। তার প্রভাব পড়েছে উত্তরপ্রদেশে বিভিন্ন কাবাব তৈরির করার দোকানগুলিতে। বিভিন্ন ধরনের কাবাবের জন্য দেশজোড়া খ্যাতি লখনউতে টুন্ডে কাবাবের। সে সব দোকানে এখন মোষের মাংসের কাবাবের বদলে, শুধুমাত্র চিকেন কিংবা মাটন কাবাব বিক্রি করছে। আর এতে হু হু করে কমছে খদ্দেরের সংখ্যা।

তবে এই প্রথম আদিত্যনাথের সমর্থনে টুইট করেননি কাইফ। আদিত্যনাথ মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নতুন সরকারকে সমর্থন জানিয়ে কাইফ টুইট করেন, এ রাজ্যের উন্নতি এবং মানুষের ভবিষ্যতকে নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথকে অনেক শুভেচ্ছা। উত্তরপ্রেদেশে বিজেপির বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শুভেচ্ছা জানিয়ে ছিলেন কাইফ।

_

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE