যোগীর সমর্থনে কাইফ
উত্তরপ্রদেশের তখতে বসেই বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে তেমন ভাবে সুর না চড়ালেও ঠাট্টা করতে ছাড়ছেন না বিরোধীরা। কংগ্রেসের এক নেতা বলছেন, আদিত্যনাথ রাজ্যটাকেই নিরামিষাশী বানাতে চাইছেন। তো কেউ আবার রসিকতা করে বলছেন, যোগীর কাছে বাঘ-সিংহকেও নিরামিষাশী বানানোর মন্ত্র রয়েছে। এমনও খবর ছড়ায় যে, যথেষ্ট বাফ না পাওয়ায় খদ্দের হচ্ছে না লখনউয়ের বিখ্যাত টুন্ডে কাবাবের। এ হেন অবস্থায় আদিত্যনাথের সমর্থনে এগিয়ে এলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। টুইট করে কাইফ জানান, টুন্ডে কাবাব মিলবে কি মিলবে না, জানি না, কিন্তু উত্তরপ্রদেশে একটাও গুন্ডা মিলবে না।
আরও পড়ুন- স্বঘোষিত গোরক্ষক, নীতিপুলিশদের কড়া হাতে দমনের নির্দেশ যোগীর
!
Tunday milein ya na milein,Gundein na milein!Will be happy to see No Gunday in UP.All illegal stuff must be stopped.Good moves #UPshouldgoUP
— Mohammad Kaif (@MohammadKaif) March 25, 2017
বেআইনী কসাইখানা বন্ধ হওয়ার নির্দেশ কার্যকর হওয়ায় রাজ্যে মহিষের মাংস জোগান কমেছে। তার প্রভাব পড়েছে উত্তরপ্রদেশে বিভিন্ন কাবাব তৈরির করার দোকানগুলিতে। বিভিন্ন ধরনের কাবাবের জন্য দেশজোড়া খ্যাতি লখনউতে টুন্ডে কাবাবের। সে সব দোকানে এখন মোষের মাংসের কাবাবের বদলে, শুধুমাত্র চিকেন কিংবা মাটন কাবাব বিক্রি করছে। আর এতে হু হু করে কমছে খদ্দেরের সংখ্যা।
Congratulations @BJP4India and @narendramodi ji for a spectacular victory in UP and Uttarakhand. UP victory is massive.#ElectionResults
— Mohammad Kaif (@MohammadKaif) March 11, 2017
তবে এই প্রথম আদিত্যনাথের সমর্থনে টুইট করেননি কাইফ। আদিত্যনাথ মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নতুন সরকারকে সমর্থন জানিয়ে কাইফ টুইট করেন, এ রাজ্যের উন্নতি এবং মানুষের ভবিষ্যতকে নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথকে অনেক শুভেচ্ছা। উত্তরপ্রেদেশে বিজেপির বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শুভেচ্ছা জানিয়ে ছিলেন কাইফ।
_
I convey my best wishes to @yogi_adityanath ji for taking UP on the path of development and ensuring a great future for the people of UP 2/2
— Mohammad Kaif (@MohammadKaif) March 19, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy