দীপক মিশ্র।
সব লিঙ্গের সমান অধিকারই ভারতীয় সংবিধানের মূল ভিত্তি বলে মন্তব্য করলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। আজ মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘মহিলাদের কোনওভাবেই উপেক্ষা করা যাবে না।’’
বিচারপতি মিশ্র বলেন, ‘‘এক সময়ে বলিউডে মহিলাদের মেকআপ আর্টিস্টের মর্যাদা দেওয়া হত না। হেয়ারড্রেসার হিসেবে কাজ করতে হত। লিঙ্গবৈষম্যের ভিত্তিতেই এই ব্যবস্থা।’’ বিচারপতি মিশ্র জানিয়েছেন, আদালতের রায়ে এই ব্যবস্থায় পরিবর্তন আসে। সংশ্লিষ্ট কর্মী সংগঠনও মহিলাদের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার অধিকার মেনে নিতে বাধ্য হয়। বিচারপতি মিশ্রের কথায়, ‘‘বলিউডকে আমি প্রগতিশীল ভাবতাম। কিন্তু ২০১৫ সাল পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে এই বৈষম্য চলেছে।’’
প্রাক্তন প্রধান বিচারপতির মতে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না হলে গণতন্ত্র বজায় রাখা সম্ভব নয়। তাঁর কথায়, ‘‘সংবিধান আপনারও নয়, আমারও নয়। সেটা আমাদের। সংবিধানের জন্যই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নাগরিকেরা এই দেশের পরিচালক। সাংবিধানিক নীতির বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy