ফাইল চিত্র।
১৫০ বছরের ঘুম ভেঙে জেগে ওঠা আগ্নেয়গিরি ফের অগ্নিশর্মা হয়ে উঠল। জ্বালামুখ থেকে গড়িয়ে পড়ল ফুটন্ত লাল লাভা। গরম ছাই-এ আকাশ হয়ে উঠল ঘন কালো। এ ভাবেই শুক্রবার ভারতের একমাত্র জীবিত আগ্নেয়গিরি ব্যারেন ফের গা ঝাড়া দিয়ে উঠল। গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফি (এনআইও) সূত্রে এ খবর জানা গিয়েছে।
আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি। ১৫০ বছর ধরে সুপ্ত থাকার পর ১৯৯১ সালে প্রথম জেগে ওঠে এটি। তার পর থেকে মাঝে মধ্যেই অগ্ন্যুৎপাত হতে দেখা যায়। চলতি বছর জানুয়ারির ২৩ তারিখে সিএসআইএর-এনআইওর রিসার্চ শিপ-এ করে একটি দল গবেষণার জন্য ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করতে গিয়ে ফের এ রকম ঘটনা দেখে। তার পর থেকেই এই আগ্নেয়গিরির উপরে নজর রেখেছেন তাঁরা।
আরও পড়ুন: এ বার মোবাইল ফোনেই ধরা যাবে আকাশগঙ্গায় ‘ভিনগ্রহীদের আলো’!
দেখুন ভিডিও:
এর আগে ঠিক এ ভাবেই ঘুম ভেঙে জেগে উঠেছিল ব্যারেন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy