অরুণ জেটলি। —ফাইল চিত্র
বিশ্ব অর্থনীতিতে ভারত দ্রুততম উন্নয়নশীল দেশ। চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির হার প্রকাশিত হতেই এই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি সামগ্রিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৭। এই হার বিশ্ব অর্থনীতিতে ভারতকে দ্রুততম উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন জেটলি। একই সঙ্গে তাঁর দাবি, বিশেষজ্ঞতের মতে এই বৃদ্ধির হার আরও কয়েক বছর চলবে।
নিজের ফেসবুক ব্লগে জেটলি লিখেছেন, নোটবন্দি, জিএসটি এবং দেউলিয়া কোডের মতো অর্থনৈতিক পরিকাঠামোগত সংস্কার চালুর পর গত ছ’মাস ছিল চ্যালেঞ্জের। তার পরেও এই বৃদ্ধি সন্তোষজনক এবং উল্লেখযোগ্য।
আরও পড়ুন: কে আমাদের অর্থমন্ত্রী? গুলিয়ে দিল কেন্দ্রই
আরও পড়ুন: ভারত-পাকিস্তানকে সঙ্গে নিয়ে বসতে চাইল চিন
এর পরেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জেটলির খোঁচা, ‘‘আমার এক পূর্বসূরি শঙ্কায় ছিলেন, তাঁর বাকি জীবনটা দারিদ্রের মধ্যে কাটাতে হবে। আবার জিডিপি ২ শতাংশ কমে যাবে বলে যাঁরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁরা ভুল প্রমাণিত হয়েছেন।’’
জেটলি এ দিন আরও বলেন, মোদির নেতৃত্বে সামাজিক ও গ্রামোন্নয়নে অভূতপূর্ব উন্নয়ন করেছে কেন্দ্র সরকার। রাস্তা, রেলওয়ে, হাউসিং, বিদ্যুৎ, স্যানিটেশনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে। কেন্দ্র সরকারের লক্ষ্য প্রতিটি ভারতবাসীকে এই বৃদ্ধির হারের সঙ্গে যুক্ত করতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy