Advertisement
০২ নভেম্বর ২০২৪

গডসের ফাঁসির দিনেই ‘বলিদান দিবস’ হিন্দু মহাসভার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ফের অস্বস্তিতে ফেলে দিল হিন্দু মহাসভা। মহাত্মা গাঁধীর আততায়ী নাথুরাম গডসের যে দিন ফাঁসি হয়েছিল, সেই ১৫ নভেম্বর দিনটিকে এ বছর সারা দেশে ‘বলিদান দিবস’ হিসেবে পালন করতে চায় হিন্দু মহাসভা।

নাথুরাম গডসে স্মরণ অনুষ্ঠানে হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রপ্রকাশ কৌশিক। -পিটিআইয়ের ফাইল চিত্র।

নাথুরাম গডসে স্মরণ অনুষ্ঠানে হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রপ্রকাশ কৌশিক। -পিটিআইয়ের ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৫ ১৪:০৬
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ফের অস্বস্তিতে ফেলে দিল হিন্দু মহাসভা।

মহাত্মা গাঁধীর আততায়ী নাথুরাম গডসের যে দিন ফাঁসি হয়েছিল, সেই ১৫ নভেম্বর দিনটিকে এ বছর সারা দেশে ‘বলিদান দিবস’ হিসেবে পালন করতে চায় হিন্দু মহাসভা।

অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রপ্রকাশ কৌশিক বলেছেন, ‘‘গাঁধীর চেয়ে অনেক বেশি দেশপ্রেমী ছিলেন গডসে। আমি নিশ্চিত, বহু ভারতীয়ই সে কথা বিশ্বাস করেন। কেন গাঁধীকে হত্যা করা হয়েছিল, সারা দেশের মানুষ তা উপলব্ধি করতে পারবেন ‘বলিদান দিবসে’।’’

৬৬ বছর আগে ১৫ নভেম্বর আম্বালা জেলে ফাঁসি হয়েছিল গডসের। গত বছর হিন্দু মহাসভা তাঁর স্মরণে দেশজুড়ে মন্দির নির্মাণের ঘোষণা করেছিল।

হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রপ্রকাশ আরও জানিয়েছেন, এ বছর ‘বলিদান দিবসে’ জেলায় জেলায় গডসে স্মরণে বৃহত্তর কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সারা দেশে সংগঠনের ১২০টি কার্যালয়কে। নাথুরামের ছোট ভাই গোপাল গডসের লেখা ‘গাঁধীবাদ কিঁউ’ বইটির একটি সংক্ষিপ্ত রূপ ওই দিন দেশের সর্বত্র বিলি করা হবে। গাঁধী হত্যাকান্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন গোপাল গডসে। ‘বলিদান দিবসে’ গডসের জীবন নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে একটি নাটক অভিনয় করানো হবে। বিচারের সময় গডসে আদালতে কী কী বলেছিলেন, তার কিছুটা অংশও পাঠ করা হবে বিভিন্ন স্মরণ অনুষ্ঠানে।’’

অন্য বিষয়গুলি:

hindu mahasabha november nathuram godse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE