প্রি-ওয়েডিংয়েই আমন্ত্রিত ছিলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি। উদয়পুরে অম্বানী কন্যার প্রি ওয়েডিং সেরেমনিতে এসেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। মুম্বইয়েও আসতে চলেছেন হাই প্রোফাইল তারকা ও কেন্দ্রীয় মন্ত্রীরা। অন্য রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দেখা যাবে অম্বানী কন্যার মেয়ের বিয়েতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অম্বানী কন্যার বিয়েতে আসবেন কি না তা নিয়ে জল্পনা থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজয় রুপাণি, টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু, প্রকাশ জাভড়েকররা উপস্থিত থাকতে পারেন বিয়েতে, জানিয়েছে সূত্র।
অম্বানী কন্যার মেয়ের বিয়েতে ৭০০ কোটি টাকার উপরে খরচ হচ্ছে, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এমনই খবর প্রকাশ করেছিল। যদিও অন্য কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, ৭০ থেকে ৮০ কোটি টাকা খরচ হচ্ছে ঈশার বিয়েতে। অম্বানী পরিবারের তরফে যদিও এ নিয়ে কিছু বিবৃতি দেওয়া হয়নি। তবে মেয়ের বিয়েতে যে বিপুল বৈভবের আয়োজন করেছেন অম্বানী তা বলাই বাহুল্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy