Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Shot at Train

চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি ওড়িশায়, ভাঙল গার্ডের কামরার জানলা, শুরু হয়েছে তদন্ত

রেল সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ভদ্রক স্টেশন দিয়ে পুরীর অভিমুখে যাচ্ছিল ট্রেনটি। দিল্লি থেকে আসছিল সেটি। তখনই ট্রেনের জানলা লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

ট্রেনের জানলা লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ। ভাঙল কাচ।

ট্রেনের জানলা লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ। ভাঙল কাচ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৮:৩২
Share: Save:

নন্দনকানন এক্সপ্রেস লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে ওড়িশার ভদ্রক স্টেশন দিয়ে যখন পুরীর দিকে যাচ্ছিল ট্রেনটি, তখন তা লক্ষ্য করে গুলি ছোড়া হয়ে বলে অভিযোগ। গুলির অভিঘাতে ট্রেনে গার্ডের কামরার জানলার কাচ ভেঙে গিয়েছে। কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

নন্দনকানন এক্সপ্রেস পুরী থেকে দিল্লি যাতায়াত করে। রেল সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ভদ্রক স্টেশন দিয়ে পুরীর অভিমুখে যাচ্ছিল ট্রেনটি। দিল্লি থেকে আসছিল সেটি। তখনই ট্রেনের জানলা লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ট্রেনের গার্ডের মেমোর ভিত্তিতে তদন্ত শুরু করেছে রেলপুলিশ।

ওই ট্রেনের গার্ড মহেন্দ্র বেহেরা বলেন, ‘‘দেখি, এক ব্যক্তি ট্রেন লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। তাঁর হাতে পিস্তল ছিল।’’ এই ঘটনায় জড়িতদের খোঁজ শুরু করেছে পুলিশ। এর আগে বন্দে ভারত ট্রেনের জানলা লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে বেশ কয়েক বার। কিন্তু গুলি ছোড়ার ঘটনা শোনা যায়নি।

অন্য বিষয়গুলি:

Odisha gun
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE